Vladimir Putin on Donald Trump

ট্রাম্প এখনও নিরাপদ নন! আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের উপর হামলার আশঙ্কা রাশিয়ার প্রেসিডেন্টের

নির্বাচনী প্রচারে ট্রাম্পের উপর হামলার ঘটনাকে ‘বর্বরোচিত’ বলে মনে করেন পুতিন। পাশাপাশি, পুতিন ট্রাম্পকে ‘বুদ্ধিমান’ বলেও অভিহিত করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২১:১৫
Vladimir Putin cautions that Donald Trump not safe now

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

সদ্যসমাপ্ত আমেরিকা নির্বাচনে জিতে আবার একবার প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় তাঁর উপর দু’বার হামলার ঘটনা ঘটে। তবে দু’বারই ব্যর্থ হন আততায়ীরা। কিন্তু ট্রাম্প এখনও নিরাপদ নন! এমনই মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Advertisement

নির্বাচনী প্রচারে ট্রাম্পের উপর হামলার ঘটনাকে ‘বর্বরোচিত’ বলে মনে করেন পুতিন। তাঁর কথায়, ‘‘ট্রাম্পকে আটকাতে তাঁর উপর বর্বরের মতো হামলা করা হয়েছে। একাধিক বার তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও হয়েছে। কপালজোরে বেঁচে গিয়েছেন তিনি। তবে আমার মনে হয়, এখনও ট্রাম্পের প্রাণের ঝুঁকি রয়েছে।’’ পাশাপাশি, পুতিন ট্রাম্পকে ‘বুদ্ধিমান’ বলেও অভিহিত করেছেন। তাঁর কথায়, ‘‘আমেরিকার ইতিহাসে সে দেশের প্রেসিডেন্টের উপর হামলার অনেক নজির আছে। আমার মতে, ট্রাম্প যথেষ্ট বুদ্ধিমান। তিনি নিশ্চয় সব দিকে খেয়াল রাখবেন।’’

গত জুলাই মাসে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে পেনসিলভেনিয়াতে গিয়ে আক্রান্ত হন ট্রাম্প। মঞ্চে তিনি যখন বক্তৃতা করছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে পর পর দু’টি গুলি ছোড়া হয়। একটি লক্ষ্যভ্রষ্ট হয়। অপরটি তাঁর কান ঘেঁষে বেরিয়ে যায়। শুধু জুলাইয়ে নয়, সেপ্টেম্বরেও তাঁর উপর হামলার ছক কষা হয়েছিল। অভিযোগ, গল্‌ফ কোর্সে এক ব্যক্তি ট্রাম্পকে লক্ষ্য করে রাইফেল তাক করেছিলেন। কিন্তু নিরাপত্তাকর্মীদের তৎপরতায় তাঁর ছক বানচাল হয়। দু’বার আততায়ীরা ব্যর্থ হলেও প্রাণের ঝুঁকি থেকেই যাচ্ছে ট্রাম্পের, এমনই মত পুতিনের।

রাশিয়ার প্রেসিডেন্টের কথায় উঠে এসেছে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গও। তিনি স্পষ্ট জানান, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে রাজি। পুতিন এ-ও মনে করেন, যুদ্ধ থামাতে ট্রাম্প হয়তো কোনও উপায় বার করবেন। উল্লেখ্য, আগামী জানুয়ারি মাসে প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ট্রাম্প।

আরও পড়ুন
Advertisement