Israel-Hamas Conflict

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ ছাড়ল আমেরিকা, গাজ়ার শরণার্থীদের জন্য ত্রাণেও ‘না’ ট্রাম্পের!

ঘটনাচক্রে, ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে ইজ়রায়েল অভিযোগ তুলেছিল, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েকজন যোদ্ধাকে সংস্থাটি আশ্রয় দিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০২
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) থেকে সরে দাঁড়াল আমেরিকা। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের কথা ঘোষণা করেছেন।

Advertisement

পাশাপাশি, গাজ়ায় প্যালেস্টাইনি শরণার্থীদের ত্রাণের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইউএনআরডব্লিএ-র জন্য অর্থবরাদ্দ বাতিল করার কথাও জানিয়েছেন তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ট্রাম্প সরকারের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ ‘পক্ষপাতদুষ্ট’।

ঘটনাচক্রে, ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে ইজ়রায়েল অভিযোগ তুলেছিল, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েকজন যোদ্ধাকে সংস্থাটি আশ্রয় দিয়েছে। কিন্তু রাষ্ট্রপুঞ্জ সেই অভিযোগ অস্বীকার করেছিল। এ ক্ষেত্রে কার্যত বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের অভিযোগ মেনে নিলেন ট্রাম্প। ঘটনাচক্রে, নেতানিয়াহু এখন আমেরিকা সফরে। প্রসঙ্গত, এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় ২০১৮ সালেও ইউএনএইচআরসি থেকে সরে এসেছিল আমেরিকা।

Advertisement
আরও পড়ুন