Cyber Attack on Ukraine Rail

ইউক্রেনের রেলে সাইবার হানা! টিকিট কাটতে হচ্ছে অফলাইনে, নেপথ্যে কারা, এখনও স্পষ্ট নয়

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে টানাপড়েন চলছে। দু’পক্ষই একে অন্যের উপর হামলা চালাচ্ছে। এরই মধ্যে ইউক্রেন রেলের দাবি, তারা সাইবার হানার শিকার হয়েছে। যদিও এর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয় কিভের কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৫:০৭
ইউক্রেনের ট্রেন।

ইউক্রেনের ট্রেন। —ফাইল চিত্র।

রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে টানাপড়েনের মাঝেই এ বার সাইবার হানার শিকার হল ইউক্রেন রেলের অনলাইন ব্যবস্থা। সোমবার ইউক্রেনের সরকার পরিচালিত রেল সংস্থা ইউক্রজ়ালিজ়নিৎসিয়া জানিয়েছেন, তাদের অনলাইন ব্যবস্থায় বড় ধরনের সাইবার হানা হয়েছে। ঘটনাচক্রে, সোমবারই সৌদি আরবের রিয়াধে আমেরিকার সঙ্গে আলোচনায় বসেছে রাশিয়া। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আলোচনা হওয়ার কথা রয়েছে ওই বৈঠকে। এর মধ্যেই সাইবার হানার শিকার হল ইউক্রেন রেল। যদিও এই সাইবার হানার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইউক্রেনের রেল সংস্থা জানিয়েছে, পরিষেবা স্বাভাবিকই রয়েছে এবং ট্রেন সময় মতোই চলছে। অনলাইন ব্যবস্থাকে ঠিকঠাক করার জন্য কাজ চলছে বলেও জানিয়েছে ইউক্রেন। অনলাইন ব্যবস্থা পুনরায় চালু না-হওয়া পর্যন্ত অফলাইনে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

Advertisement

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত শুরুর পর ২০২২ সাল থেকে ইউক্রেনের আকাশপথ বন্ধ হয়ে যায়। ক্ষেপণাস্ত্র, ড্রোন হানা-সহ বিবিধ আশঙ্কার কারণে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই থেকে ইউক্রেনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে প্রধান মাধ্যম হয়ে উঠেছে রেল। ইউক্রেন রেল সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অনলাইন ব্যবস্থায় সমস্যার দিকটি রবিবার নজরে আসে তাদের। এর পরেই যাত্রীদের সতর্ক করে দেওয়া হয়। অনলাইনে টিকিট কাটার বদলে কাউন্টারে গিয়ে বা ট্রেনে উঠে টিকিট কাটার জন্য বলা হয়।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে আমেরিকা। সাময়িক যুদ্ধবিরতির জন্য দু’পক্ষকে রাজিও করেছে মার্কিন প্রশাসন। তবে কোন পথে সেই যুদ্ধবিরতি কার্যকর হবে, তা নিয়ে কোনও আলোচনা এখনও হয়নি। যুদ্ধবিরতি নিয়ে এই চাপানউতরের মাঝে রাশিয়া এবং ইউক্রেন একে অপরের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। রবিবারও রুশ ড্রোন হানায় ইউক্রেনে অন্তত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিভের বায়ুসেনা জানিয়েছে, রাশিয়া ১৪৭টি ড্রোন হামলা চালিয়েছে। পাল্টা রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, তারা ইউক্রেনের ৫৯টি ড্রোন হানা ব্যর্থ করেছে।

Advertisement
আরও পড়ুন