(বাঁ দিক থেকে) ভলোদিমির জ়েলেনস্কি, ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা-রাশিয়ার বৈঠকের পরেই ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তাঁর অভিযোগ, আমেরিকার প্রেসিডেন্ট এখন রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে মস্কোর দেওয়া তথ্যের উপরেই নির্ভর করছেন!
ট্রাম্প মঙ্গলবার ইউক্রেনকে দেওয়া মার্কিন অনুদান ছাঁটাইয়ের কথা ঘোষণা করে বলেছিলেন, ‘‘জ়েলেনস্কির রেটিং এখন চার শতাংশে এসে ঠেকেছে।’’ ওই মন্তব্যের প্রেক্ষিতে বুধবার জ়েলেনস্কির মন্তব্য, ‘‘উনি এখন রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যের মধ্যে বাস করেন।’’ সেই সঙ্গে রাজধানী কিভে সাংবাদিক বৈঠকে তাঁর মন্তব্য, ‘‘আমরা এই বিভ্রান্তি দেখেছি। আমরা বুঝি, এর উৎস রাশিয়া।’’
প্রসঙ্গত, জেলেনস্কির সংযুক্ত আরব আমিরশাহি সফরের সময় সোমবার কিভ জানিয়েছিল, বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াধে যেতে পারেন তিনি। যোগ দিতে পারেন যুদ্ধবিরতি সংক্রান্ত ত্রিপাক্ষিক বৈঠকে। কিন্তু পশ্চিম এশিয়া ছেড়ে মঙ্গলবার তুরস্কে চলে যান জ়েলেনস্কি। সে দেশের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগানের সঙ্গে বৈঠকের পরেই রিয়াধে শান্তিপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জ়েলেনস্কি বলেন, ‘‘ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধবিরতি নিয়ে কোনও আলোচনা হতে পারে না। আমরা চাই না, আমাদের বাদ দিয়ে এ বিষয়ে কেউ কোনও সিদ্ধান্ত নিক।’’ ইউক্রেনের লিথিয়াম, টাইটানিয়াম-সহ বিরল খনিজ সম্পদের মালিকানা পেতে সম্প্রতি আমেরিকা প্রস্তাব দিয়েছে দাবি করে জ়েলেনস্কি বলেন, ‘‘আমি দেশ বিক্রি করতে পারি না।’’
আগামী ১০ মার্চ পর্যন্ত সৌদি সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করে মঙ্গলবার ইউক্রেনের পাশাপাশি ইউরোপের ‘বন্ধু দেশ’গুলিকেও আলোচনা প্রক্রিয়ায় শামিল করার দাবি জানান জ়েলেনস্কি। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে ‘বন্ধু দেশ’ হিসাবে আমেরিকার নাম উল্লেখ করেননি তিনি। তবে জ়েলেনস্কি অসন্তুষ্ট হলেও সৌদি আরবের বৈঠক প্রসঙ্গে ইতিবাচক বার্তা দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রয়োজন হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ়েলেনস্কির সঙ্গেও আলোচনায় প্রস্তুত।