ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।
আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করলেই বিপদ! ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলিকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় রয়েছে ভারত, চিন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা-সহ অন্য দেশ। অক্টোবরে ব্রিকসের বৈঠকে সদস্য দেশগুলি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে অন্য দেশের মুদ্রা ব্যবহারে জোর দেয়। তার পরেই ট্রাম্প সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়ে হুঁশিয়ারি দেন, আমেরিকান ডলারের বদলে অন্য মুদ্রা ব্যবহার করলে শুল্ক চাপানো হবে।
সমাজমাধ্যমে পোস্ট দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘‘আমেরিকান ডলার থেকে ব্রিকসের সদস্য দেশগুলি যে সরে যাওয়ার চেষ্টা করছে, তা দাঁড়িয়ে দেখার দিন শেষ। এই দেশগুলিকে কথা দিতে হবে যে, তারা কোনও দিন নতুন ব্রিকস মুদ্রা তৈরি করবে না, আমেরিকান ডলারের পরিবর্তে অন্য কোনও দেশের মুদ্রা ব্যবহার করবে না। তারা তা যদি করে, তা হলে আমেরিকায় কিছু বিক্রি করতে চাইলে সেই পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে।’’ তিনি আরও জানিয়েছেন, ব্রিকসের সদস্য দেশগুলি যতই অন্য দেশের মুদ্রা প্রচলনের চেষ্টা করুক, আন্তর্জাতিক বাজারে কখনওই তা আমেরিকান ডলারকে টেক্কা দিতে পারবে না। কোনও দেশ যদি সেই চেষ্টা করে, তা হলে তাকে ‘বিদায়’ জানাবে আমেরিকা। আমেরিকার সঙ্গে লেনদেন করতে পারবে না ওই দেশ।
ব্রিকসের সদস্য এখন মিশর, ইরান, আরব আমিরশাহি। গত অক্টোবরে রাশিয়ার কাজ়ানে বৈঠকে বসেছিল সদস্য দেশগুলি। সেখানেই আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারে জোর দিয়েছে তারা। সদস্য দেশগুলির মধ্যে ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করার কথাও বলেছে। বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল বেলজিয়ামের ‘সুইফট ফিনানশিয়াল মেসেজিং সিস্টেম’। তবে ভারত জানিয়ে দিয়েছিল, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান ডলারের বিকল্প মুদ্রা ব্যবহারের পক্ষে নয় তারা। ভারতের আর্থিক নীতি এই বিষয়টিকে সমর্থনও করে না বলে জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।