ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরের দিন, অর্থাৎ ২১ জানুয়ারি ওয়াশিংটনে কোয়াড-ভুক্ত রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রীদের একটি বৈঠক করার জন্য প্রয়াস শুরু করেছে জাপান, অস্ট্রেলিয়া। ভারতের পক্ষ থেকেও এই সক্রিয়তায় সায় রয়েছে। শপথগ্রহণে যোগ দিতে সেখানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াং এবং জাপানের বিদেশমন্ত্রী তাকেশি আইওয়া। থাকবেন আমেরিকার নতুন বিদেশসচিব মার্কো রুবিয়ো-ও। তবে এই বৈঠকটিকে সরকারি সিলমোহর হয়তো দেওযা যাবে না, কারণ আমেরিকার সেনেটের পক্ষ থেকে তাঁর নতুন পদাভিষেকের আনুষ্ঠানিক সিলমোহর পেতে আরও কয়েক দিন সময় লাগবে। সরকারি ভাবে না হলেও রাজনৈতিক কারণে ঘরোয়া ভাবেই এই বৈঠক হোক, এমনটাই চাওয়া হচ্ছে। ট্রাম্প ক্ষমতায় বসার পরে আর দেরি না করে কোয়াডের বৈঠক করে চিনের উদ্দেশে বার্তা দেওয়াটাই উদ্দেশ্য।
কূটনৈতিক সূত্রের মতে, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বতন বাইডেন প্রশাসনের নীতিগুলির কোনটায় মান্যতা দেবেন, আর কোনটাকে ছুঁড়ে ফেলে দেবেন, তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে কোয়াড সদস্যদের। কূটনৈতিক শিবিরে এমন কথাও চলছে, ট্রাম্প এসে চিনের সঙ্গে একটি জি-২ অক্ষ বানিয়ে নিজেদের মধ্যে যাবতীয় সংঘাত কমাতে ‘ডিল’ করে নিতে পারেন। ট্রাম্পের কাছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের একাধিপত্য, পূর্ব ও দক্ষিণ এশিয়ায় বেজিংয়ের সম্প্রসারণবাদের মোকাবিলা করা কতটা গুরুত্ব পাবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ট্রাম্প কোনও ভূকৌশলগত আদর্শের ধার ধারেন না, তাঁর কাছে নিজের দেশের বাণিজ্যের সুবিধা এবং আমেরিকাকে বাইরের অনুপ্রবেশ থেকে আটকানোই যে অগ্রাধিকার পেয়ে এসেছে, সেটা তাঁর প্রথম ইনিংসেই স্পষ্ট।
তাই আর দেরি না করে ট্রাম্প প্রশাসনকে চিন-বিরোধী ওই চতুর্দেশীয় অক্ষে (কোয়াড) সামিল করতে টোকিয়ো সবার আগে উদ্যোগী হয়েছে। ভারতের পক্ষ থেকে সরকারি ভাবে কোয়াড বৈঠক নিয়ে কিছু বলা হয়নি ঠিকই, তবে জয়শঙ্করের আমেরিকা সফর নিয়ে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বিদেশমন্ত্রী সেখানে অন্য যে নেতারা আসবেন, তাঁদের কারও কারও সঙ্গে দেখাও করবেন।