Indian Student Killed in US

আমেরিকায় আবার পথ দুর্ঘটনার বলি ভারতীয় ছাত্রী, রাস্তা পার হওয়ার সময় চাপা পড়লেন গাড়িতে

নিহত ছাত্রীর নাম গুন্টিপল্লী সৌম্যা। তেলঙ্গানার ইয়াদাগারি পল্লির বাসিন্দা তিনি। আমেরিকায় উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন তিনি। ফ্লরিডা অ্যাটলান্টিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৭:২৫
image of dead

নিহত ছাত্রী গুন্টিপল্লী সৌম্যা। ছবি: সংগৃহীত।

আমেরিকায় আবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার। রবিবার রাতে আমেরিকার ফ্লরিডায় রাস্তা পার হচ্ছিলেন ২৫ বছরের ছাত্রী। তখনই দুরন্ত গতিতে ছুটে এসে তাঁকে ধাক্কা দেয় একটি গাড়ি। তাঁর মৃত্যুর কথা জানিয়েছে পরিবার।

Advertisement

নিহত ছাত্রীর নাম গুন্টিপল্লী সৌম্যা। তেলঙ্গানার ইয়াদাগারি পল্লির বাসিন্দা তিনি। আমেরিকায় উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন তিনি। ফ্লরিডা অ্যাটলান্টিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। এখন চাকরির খোঁজ করছিলেন। মেয়ের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন সৌম্যার বাবা কোটেশ্বর রাও, মা বলামণি। তাঁরা মেয়ের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছেন।

তেলঙ্গানার মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কট রেড্ডি নিহত ছাত্রীর পরিবারকে পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তাঁর আশ্বাস, দেহ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে পরিবার।

গত এপ্রিলে আমেরিকার রাস্তায় দু্র্ঘটনার বলি হন দুই ভারতীয় ছাত্র। তাঁরাও তেলঙ্গানার বাসিন্দা ছিলেন। ২০ এপ্রিল হয়েছিল সেই পথ দুর্ঘটনা। দুই ছাত্রকে শনাক্ত করেছিল পিয়োরিয়া পুলিশ। দু’জনেরই বয়স ১৯ বছর। এক জনের নাম মুক্কা নিবেশ। দ্বিতীয় জনের নাম গৌতম পার্সি। গাড়ির চালকও আহত হয়েছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে ছাড়া পেয়ে যান। নিবেশ তেলঙ্গানার করিমনগর জেলার হুজ়ুরাবাদের বাসিন্দা ছিলেন। গৌতম জনগাঁও জেলার ঘানপুরের বাসিন্দা। দু’জনেই অ্যারিজ়োনা স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন।

আরও পড়ুন
Advertisement