রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। — ফাইল চিত্র।
২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট ভোট থেকে শুরু করে বিভিন্ন দেশের নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ বারে বারেই উঠেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। সেই তালিকার নবতম সংযোজন জার্মানির আসন্ন সাধারণ নির্বাচন।
আগামী ২৩ ফেব্রুয়ারি জার্মানির পার্লামেন্ট বুন্দেশট্যাগের ভোট। তার আগে রাশিয়া ভুয়ো তথ্য এবং খবর ছড়িয়ে ভোট প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। জার্মানির পার্লামেন্টে পেশ করা একটি প্রতিবেদন বলা হয়েছে, ২০২১-এ জার্মানির নির্বাচনও প্রভাবিত করার চেষ্টা করেছিল রাশিয়া। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনেও রুশ গোয়েন্দা সংস্থার সাইবার প্রচার বিশারদেরা একই কায়দায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ।
ভোট পর্যবেক্ষণ সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং, অ্যানালাইসিস অ্যান্ড স্ট্র্যাটেজ়িস (সিইএমএএস)-এর পর্যবেক্ষণ, রাশিয়ার এই সাইবার প্রচারের মূল নিশানা মধ্যপন্থী দলগুলি। তাঁদের ক্ষতি করার চেষ্টা করছে পুতিনের গোয়েন্দাবিভাগ। অধিকাংশ ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, এসপিডি (চ্যান্সেলর ওলাফ স্কোলজের দল), গ্রিন পার্টি, সিডিইউ এবং তাদের সহযোগী দলগুলির প্রার্থীদের বিরুদ্ধে। তাৎপর্যপূর্ণ ভাবে বামপন্থী ডিয়ে লিঙ্ক বা উগ্র দক্ষিণপন্থী এএফডি (অল্টারনেটিভ ফর জার্মানি)-র বিরুদ্ধে প্রচার চালাচ্ছে না রুশ সাইবার ব্রিগেড।