Balochistan Attack

বালোচিস্তানে বিদ্রোহীদের ডেরায় জোড়া অভিযানে পাক সেনা, চলছে লড়াই, নিহত অন্তত ১০

সম্প্রতি অন্য দুই সশস্ত্র বালোচ গোষ্ঠী, বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি)-এর সঙ্গে হাত মিলিয়েছে বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৫:৩৭
Pakistan Security Forces killed 10 Balochistan rebels in separate intelligence-based operations

বালোচিস্তানের বিদ্রোহী বাহিনী। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার রাতে বালোচিস্তানের দুই জেলায় বিদ্রোহীদের ডেরায় অভিযান শুরু করেছে পাক নিরাপত্তাবাহিনী। এখনও পর্যন্ত সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র অন্তত ১০ জন সশস্ত্র যোদ্ধার মৃত্যু হয়েছে বলে পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) জানিয়েছে।

Advertisement

আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেচ এবং জিয়ারাত জেলায় মঙ্গলবার রাত থেকে অভিযান শুরু হয়েছে। পাক সেনা, আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের যৌথ দলের সঙ্গে বুধবার দুপুর পর্যন্ত লড়াই চলছে বালোচ বিদ্রোহীদের। ১০ বিএলএ যোদ্ধার দেহের পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক।

বালোচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার অদূরে মার্গেটে শুক্রবার রাতে বিএলএ-র ল্যান্ডমাইন হামলায় পাক ফৌজের এক অফিসার-সহ ১০ সেনা নিহত হয়েছিলেন। তার পরেই নতুন করে অভিযান শুরু করা হয়েছে। প্রসঙ্গত, গত কয়েক মাসে কাচ্চি বোলানে ট্রেন ছিনতাই, কোয়েটায় আধাসেনা ফ্রন্টিয়ার কোরের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নোশকিকে সেনা কনভয়ে আত্মঘাতী হামলার মতো নতুন কৌশলে হানাদারি চালিয়েছে বিএলএ। তাদের ফিদায়েঁ বাহিনী মজিদ ব্রিগেডই এই হামলাগুলি চালাচ্ছে বলে সেনার দাবি। ঘটনাচক্রে, মার্চ মাসের গোড়াতেই অন্য দুই সশস্ত্র বালোচ গোষ্ঠী, বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এবং সিন্ধুপ্রদেশে সক্রিয় বিদ্রোহী সংগঠন ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’র (এসআরএ) সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথমঞ্চ গড়েছে বিএলএ। ইসলামাবাদের অভিযোগ, ভারতের তৎপরতাতেই একজোট হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলি।

Advertisement
আরও পড়ুন