International Space Station

মহাকাশ থেকে কেমন দেখায় ভারত ভূখণ্ড? ছবি তুলে পাঠাল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র

ভারতের যে ছবি আইএসএস প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, রাতের আকাশে তারার নীচে ছড়িয়ে রয়েছে বিদ্যুতের আলোর সারি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৯:১০
মহাকাশ থেকে মধ্য-পশ্চিম আমেরিকার ছবি।

মহাকাশ থেকে মধ্য-পশ্চিম আমেরিকার ছবি। ছবি: এক্স।

রাতের আকাশে চকচকে তারার জাল। তার অনেক নীচে মিটমিট করছে বিদ্যুতের আলো। মহাকাশ থেকে এমন ছবিই ধরা পড়েছে ভারতের। ছবি তুলেছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)। সেই ছবি পোস্ট করেছে তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে। সমাজমাধ্যমে সেই ছবি দেখে আপ্লুত ভারতীয়েরা।

Advertisement
আইএসএসের ক্যামেরায় ভারতের ছবি।

আইএসএসের ক্যামেরায় ভারতের ছবি। ছবি: এক্স।

এক্সে মোট চারটি ছবি পোস্ট করেছে আইএসএস। প্রথমটি মধ্য-পশ্চিম আমেরিকা, দ্বিতীয়টি ভারত, তৃতীয়টি দক্ষিণ-পূর্ব এশিয়া, চতুর্থটি কানাডার। ছবি পোস্ট করে তাদের তরফে লেখা হয়েছে, ‘‘যখন দেখতে পারবে, তারারা উপরে, নীচে শহুরে বাতি, পৃথিবীর দিগন্তরেখা ঢেকে রয়েছে বায়ুমণ্ডলের ঔজ্জ্বল্য।’’ ভারতের যে ছবি আইএসএস প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, রাতের আকাশে তারার নীচে ছড়িয়ে রয়েছে বিদ্যুতের আলোর সারি। সেই আলো দেখে স্পষ্ট বোঝা যায় এ দেশ কতটা জনবহুল। অনেক ব্যবহারকারী সে ছবি দেখে লিখেছেন, ‘অনবদ্য’। কেউ লিখেছেন, ‘‘আমরা কি সুন্দর এক দেশে বাস করি!’’

দক্ষিণ-পূর্ব এশিয়ার যে ছবি প্রকাশ করেছে আইএসএস, তাতে মিলেমিশে রয়েছে স্থালভাগ, সমুদ্র আর মেঘ। মধ্য-পশ্চিম আমেরিকার যে ছবি আইএসএস প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, চারদিকে ছড়িয়ে রয়েছে মেঘ। চতুর্থ ছবিতে কানাডার উপর বায়ুমণ্ডলে খেলা করছে সবুজ দ্যুতি। অনেক নীচে ছড়িয়ে রয়েছে বিদ্যুতের আলো। এর আগেও পৃথিবীর ছবি প্রকাশ করেছে আইএসএস।

Advertisement
আরও পড়ুন