Indian Student Shot Dead in Chicago

ভারতীয় ছাত্রকে গুলি করে খুন শিকাগোয়, পড়াশোনার খরচ জোগাতে কাজ করতেন পেট্রল পাম্পে

পুলিশ সূত্রে খবর, এমবিএ নিয়ে পড়াশোনা করছিলেন তেজা (২২)। স্নাতক হওয়ার পর উচ্চশিক্ষার জন্য কয়েক মাস আগেই পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। শিকাগোয় থাকতেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৭:৪৫
দুষ্কৃতীদের গুলিতে হত ভারতীয় ছাত্র সাই তেজা। ছবি: সংগৃহীত।

দুষ্কৃতীদের গুলিতে হত ভারতীয় ছাত্র সাই তেজা। ছবি: সংগৃহীত।

আবার আমেরিকায় খুন হলেন এক ভারতীয় ছাত্র। তেলঙ্গানার বাসিন্দা ওই ছাত্রের নাম সাই তেজা। শুক্রবার তাঁকে গুলি করে খুন করে বন্দুকবাজেরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এমবিএ করছিলেন তেজা (২২)। স্নাতক হওয়ার পর উচ্চশিক্ষার জন্য কয়েক মাস আগেই পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। শিকাগোয় থাকতেন। সেখানে পড়াশোনাও করছিলেন। পড়াশোনার খরচ জোগাতে আংশিক সময়ের জন্য একটি পেট্রল পাম্পে কাজ করা শুরু করেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার পেট্রল পাম্পেই ছিলেন তেজা। তবে তাঁর নিজের কাজ শেষ হয়ে গিয়েছিল। এক সহকর্মীর অনুরোধে তাঁর জায়গায় কাজ করছিলেন। সেই সময় কয়েক জন বন্দুকবাজ ওই পেট্রল পাম্পে আসেন। তাদের ছোড়া গুলিতেই মৃত্যু হয় তেজার। পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বন্দুকবাজদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে শুক্রবার স্থানীয় সময় সাড়ে ৬টা নাগাদ পেট্রল পাম্পে এসেছিলেন তেজা। তাঁর এক সহকর্মী অনুরোধ করেন বিশেষ কাজ রয়েছে তাই তাঁকে যেতে হবে। ফলে সেই সহকর্মীর বাকি দায়িত্ব সামলাচ্ছিলেন তেজা। সেই সময় বন্দুকবাজেরা পেট্রল পাম্পে আসে। জোর করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কাউন্টার থেকে। পেট্রল পাম্পের অন্য কর্মীরা বন্দুকবাজদের হাতে টাকার বাক্স তুলে দেন। কাছেই দাঁড়িয়ে ছিলেন তেজা। যাওয়ার সময় বন্দুকবাজেরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতেই মৃত্যু হয় তেজার।

কয়েক মাস আগেই শিকাগোয় এক ভারতীয় ছাত্রের উপর হামলা চালিয়েছিল চার বন্দুকবাজ। হায়দরাবাদের ওই যুবক সৈয়দ মাজাহির আলি সেই হামলায় গুরুতর জখম হন।

আরও পড়ুন
Advertisement