India- Saudi Arabia

সৌদি নেতৃত্বের সঙ্গে বৈঠক মোদীর

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে তৃতীয় বার সৌদি গেলেন মোদী। এর আগে ২০১৬ সালে এবং ২০১৯ সালেও সে দেশে গিয়েছিলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০৭:৫০
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী। মুহাম্মদ বিন সলমন (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী। মুহাম্মদ বিন সলমন (ডান দিকে)। ছবি: রয়টার্স।

ভারতীয় সময় মঙ্গলবার রাতে জেড্ডায় সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদির যুবরাজ মুহাম্মদ বিন সলমনের আমন্ত্রণে জেড্ডায় পৌঁছে তাঁদের আলোচনা হল প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং জনসংযোগের মতো বিষয়ে। দু’দেশের মধ্যে ছ’টি চুক্তিপত্র সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, হজ যাত্রীদের কোটা বাড়ানোর জন্যও সৌদি নেতৃত্বকে অনুরোধ করেছেন মোদী।

মঙ্গলবার সকালে সফর শুরুর আগে মোদী বলেন, ‘‘আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে দুই দেশই বদ্ধপরিকর। ভারত সৌদি আরবের সঙ্গে তার ঐতিহাসিক সম্পর্ককে সম্মান করে। তা ছাড়া, সাম্প্রতিক বছরগুলিতে আমাদের কূটনৈতিক সম্পর্কে আরও গভীরতা এবং গতি পেয়েছে।’’ জেড্ডায় পৌঁছে তিনি নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘এই সফর ভারত এবং সৌদি আরবের মধ্যে বন্ধুত্বকে শক্তিশালী করবে। আজ এবং কাল বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি’। আজ সৌদি সফররত মোদীকে বিশেষ সম্মান জানিয়েছে সে দেশের সরকার। আকাশে মোদীর বিমানকে পথ দেখিয়ে নিয়ে যায় সে দেশের বায়ুসেনার যুদ্ধবিমান। সে দেশের আকাশসীমায় ঢোকার পরেই মাঝ আকাশে মোদীর বিমানের দু’ধারে দেখা যায় সৌদি বায়ুসেনার বেশ কয়েকটি এফ-১৫ যুদ্ধবিমানকে।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে তৃতীয় বার সৌদি গেলেন মোদী। এর আগে ২০১৬ সালে এবং ২০১৯ সালেও সে দেশে গিয়েছিলেন তিনি। এই সফরে যে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হবে তার মধ্যে রয়েছে মহাকাশ, স্বাস্থ্য, শক্তি, সংস্কৃতি, বৈজ্ঞানিক গবেষণা এবং আধুনিক প্রযুক্তির মতো ক্ষেত্র। ভারতের সর্বোচ্চ অপরিশোধিত তেল রপ্তানিকারী তিনটি দেশের মধ্যে একটি সৌদি আরব। পাশাপাশি, হজযাত্রা নিয়ে সৌদির যুবরাজের সঙ্গে বিশদে আলোচনা হবে প্রধানমন্ত্রীর। সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানিয়েছেন, ‘হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় কাজ, এবং ভারতের সরকার এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে’। আগামিকাল মোদী সৌদিতে একটি কারখানা পরিদর্শনে যাবেন।

আরও পড়ুন