Indian Man Killed in Canada

কানাডায় ভারতীয়কে কুপিয়ে খুন! এক সন্দেহভাজনকে আটক করল পুলিশ

নিহত বা অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। কানাডার ওটাওয়ার ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহতের পরিবারকে সব রকম সাহায্য করা হচ্ছে তাদের তরফে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১১:৪০
এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কানাডায় এক ভারতীয়কে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। শনিবার সকালে ওটাওয়ার ভারতীয় দূতাবাস এই হত্যার কথা প্রকাশ করে জানিয়েছে, এক জনকে হেফাজতে নেওয়া হয়েছে। যদিও নিহত বা অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহতের পরিবারকে সব রকম সাহায্য করা হচ্ছে তাদের তরফে।

Advertisement

সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে কানাডায় ভারতীয় দূতাবাস লিখেছে, ‘‘ওটাওয়ার কাছে রকল্যান্ডে এক ভারতীয়কে কুপিয়ে খুনের ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত। পুলিশ জানিয়েছে, এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে সব রকমের সাহায্য করার জন্য স্থানীয় এক সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’’

কানাডার স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে রকল্যান্ডে একটি খুনের ঘটনার কথা রয়েছে। এক জনকে পুলিশ হেফাজতে নিয়েছে বলেও জানানো হয়েছে। ওই প্রতিবেদনেও নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি সেই ভারতীয় কি না, যাঁর হত্যার কথা ভারতীয় দূতাবাস প্রকাশ করেছে, তা-ও জানানো হয়নি। অন্টারিয়ো পুলিশ স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন, বিশেষ প্রয়োজনে সেখানে নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। খুনের ঘটনায় আর কাউকে ধরতে এই পদক্ষেপ কি না, তা স্পষ্ট করা হয়নি।

Advertisement
আরও পড়ুন