French MPs

ফ্রান্সে দক্ষিণপন্থীর ‘বাড়ানো হাত’ এড়ালেন বামেরা

ভোট দিতে একে একে হেঁটে আসছেন বাকি এমপি-রা। তরুণ এমপি হাত বাড়িয়ে দিচ্ছেন প্রত্যেকের দিকে। বেশির ভাগই হাত মেলাচ্ছেন না।

Advertisement
সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৪ ০৮:৩০

ছবি: সংগৃহীত।

চলছে পার্লামেন্টের নির্বাচন, ব্যালট বাক্সের পাশে দাঁড়িয়ে রয়েছেন তরুণ এক এমপি। ভোট দিতে একে একে হেঁটে আসছেন বাকি এমপি-রা। তরুণ এমপি হাত বাড়িয়ে দিচ্ছেন প্রত্যেকের দিকে। বেশির ভাগই হাত মেলাচ্ছেন না। কেউ খেলার ছলে এড়িয়ে যাচ্ছেন করমর্দন, কেউ বা শীতল চোখে তাকিয়ে রয়েছেন তরুণ তুর্কির দিকে। তার পর পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছেন।

Advertisement

সদ্য ভাইরাল হওয়া ফরাসি পার্লামেন্টের এমন ভিডিয়ো ঘিরে উঠেছে ঝড়। সংবাদমাধ্যম সূত্রে খবর, ২২ বছরের ওই তরুণ এমপির নাম ফ্লাভিয়াঁ টেরমে, তিনি দক্ষিণপন্থী মারিন ল্য পেন-এর ন্যাশনাল র্যা লির সদস্য। তাঁকে এড়িয়ে যাচ্ছিলেন বামপন্থী এমপি-রা। ফরাসি পার্লামেন্টের নিয়ম অনুসারে, প্রবীণতম এমপি নতুন সরকারের প্রথম অধিবেশনটি পরিচালনা করেন। কনিষ্ঠতম এমপি তাঁর সচিবের দায়িত্বপ্রাপ্ত হন। নিয়মে বৃহস্পতিবারের অধিবেশনে সেই দায়িত্ব পেয়েছিলেন ফ্লাভিয়াঁ।

বৃহস্পতিবারের অধিবেশনে নতুন সরকার গঠনের বিষয়ে সদর্থক সিদ্ধান্ত হয়েছে বলে খবর।

আরও পড়ুন
Advertisement