Donald Trump

জালিয়াতির মামলায় অভিযুক্ত ট্রাম্প! টানা সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি নিউ ইয়র্কে

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের দাবি, একাধিক বার ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনও সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পেয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১০:৫৯
Former US President Donald Trump in New York again, answers questions for 7 hours in Fraud lawsuit

পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলার পর এ বার ব্যবসা সংক্রান্ত জালিয়াতিতে অভিযুক্ত ট্রাম্প। ছবি: রয়টার্স।

আরও এক বার ‘আইনের জালে’ পড়ে নিউ ইয়র্কের ম্যানহাটনে যেতে হল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলার পর, এ বার ব্যবসা সংক্রান্ত জালিয়াতির অভিযোগের মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি। বৃহস্পতিবার রাতে প্রায় ৭ ঘণ্টা ধরে রিপাবলিকান পার্টির নেতাকে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়।

গত বছরের জানুয়ারি মাসে মাসে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছিলেন, তদন্তে তিনি দেখেছেন, একাধিক বার ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনও সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পেয়েছে। একাধিক বার ট্রাম্প সেই তদন্ত বন্ধ করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ। তবে ৭ ঘণ্টার জেরা পর্বের পরে ট্রাম্পের আইনজীবী ক্রিস্টোফার কিস বলেন, ‘‘আমার মক্কেলের কাছে তাঁর অসাধারণ ব্যবসায়িক সাফল্যের কাহিনি জানতে চাওয়া হয়েছিল।’’

Advertisement

ট্রাম্পের পাশাপাশি, তাঁর বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং কন্যা ইভাঙ্কাও এই মামলার অন্যতম অভিযুক্ত। গত বছর ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের একটি আদালতের বিচারক নির্দেশ দিয়েছিলেন, পারিবারিক ব্যবসা সংক্রান্ত জালিয়াতির মামলায় ট্রাম্প এবং তাঁর সন্তানদের অ্যাটর্নি জেনারেলের দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এবং বয়ান নথিভুক্ত করতে হবে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসার’ অভিযোগ তুলে উচ্চতর আদালতের দ্বারস্থ হলেও সেই আবেদন খারিজ হয়ে যায়।

প্রসঙ্গত, পর্নতারকা স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁর মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার আমেরিকান ডলার ট্রাম্প ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঘুষ মামলায় গত ৩০ মার্চ ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। এব় পর ৪ এপ্রিল নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে।

Advertisement
আরও পড়ুন