Imran Khan

বাজওয়াকে বিশ্বাস করাই ছিল ভুল: ইমরান

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে নানা দুর্নীতি মামলায় জেলবন্দি। এক পাক সংবাদমাধ্যমে তাঁর দাবি, জেনারেল বাজওয়াকে বিশ্বাস করে ভুল করেছিলেন।

Advertisement
সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৫:৪৭
ইমরান খান।

ইমরান খান। —ফাইল চিত্র।

প্রাক্তন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়াকে বিশ্বাস করাই তাঁর সবচেয়ে বড় ভুল বলে দাবি করলেন ইমরান খান।

Advertisement

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে নানা দুর্নীতি মামলায় জেলবন্দি। এক পাক সংবাদমাধ্যমে তাঁর দাবি, জেনারেল বাজওয়াকে বিশ্বাস করে ভুল করেছিলেন। বাজওয়া সেনাপ্রধানের পদে থাকার জন্য ‘মিথ্যে প্রচার’ চালিয়েছিলেন বলে দাবি ইমরানের।

ক্ষমতা থেকে সরার পরেই ‘বিদেশি শক্তি’ ও পাক সেনার দিকে আঙুল তুলেছিলেন ইমরান। পাক সংবাদমাধ্যমে এ বার তাঁর বক্তব্য, ‘‘আমি নিশ্চিত পুরো ঘটনাই বাজওয়ার পরিকল্পনামাফিক ঘটেছে। আর কাউকে আমি দায়ী করব না। ছক কষে তিনি এই পরিকল্পনা কার্যকর করেছেন।’’ তাঁকে ক্ষমতা থেকে সরানোর ক্ষেত্রে কি আমেরিকার ভূমিকা ছিল? ইমরানের দাবি, ‘‘বাজওয়াই আমেরিকার মতো দেশে আমার সম্পর্কে নানা
কাহিনি ছড়িয়েছিলেন। আমাকে আমেরিকা-বিরোধী হিসেবে তুলে ধরেছিলেন তিনি।’’

ইমরানের দাবি, বাজওয়ার ক্ষমতা দখলের নেতা প্রচণ্ড। ফলে কখন তিনি কোন অবস্থান নেন, তা বলা কঠিন।

তাঁর কথায়, ‘‘আমি আইনের শাসন মেনে চলি। এটা কেবল ইমরান খানের প্রশ্ন নয়। এটা গণতন্ত্রের উপরে আঘাত।’’

আরও পড়ুন
Advertisement