(বাঁ দিক থেকে) ডোনাল্ড ট্রাম্প, ভলোদিমির জ়েলেনস্কি, ভ্লাদিমির পুতিন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রুশ-ইউক্রেন যুদ্ধবিরতির লক্ষ্যে মঙ্গলবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। সমঝোতার এই আবহেই সোমবার রাত থেকে পূর্ব রাশিয়ার বিভিন্ন অংশে ধারাবাহিক ড্রোন হামলা চালাল ইউক্রেন ফৌজ।
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার আস্ত্রখানে একটি তেল শোধনাগারে আগুন লেগে গিয়েছে। ধ্বংস হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। মঙ্গলবার আস্ত্রাখানের গভর্নর ইগর বাবুশকিন এ কথা জানিয়েছেন। রুশ সেনা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা মোট ৭২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ৩৬টি কুর্স্ক অঞ্চলে। বাকিগুলি আস্ত্রাখানে। অন্য দিকে, ইউক্রেন সেনার দাবি তারা সোমবার থেকে ৯০টি রুশ ড্রোন গুলি করে নামিয়েছে।
রাজধানী কিভের পাশাপাশি জ়াপোরিজ়িয়া, ওডেসার মতো শহরেও রুশ ড্রোন অসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জ়েলেনস্কি সরকারের অভিযোগ। যুদ্ধবিরতির আগে দরকষাকষিতে সুবিধাজনক অবস্থানে থাকার উদ্দেশ্যেই শেষবেলায় যুযুধান দু’পক্ষ হামলার অভিঘাত বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে সৌদি আরবের জেড্ডায় আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পরে ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি ৩০ দিনের যু্দ্ধবিরতিতে রাজি হন। এই পরিস্থিতিতে তিন বছরের রুশ-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি হবে কি না, তা নির্ভর করছে মঙ্গলবার ট্রাম্প-পুতিন টেলিফোন-কথোপকথনের উপর।