ফাইল ছবি।
প্রাক্তন স্ত্রী রেহাম খানের ধারাবাহিক কটাক্ষের শিকার ইমরান খান। অনাস্থাভোটের আগে প্রাক্তন স্বামীকে বিভ্রমে ভোগা মানসিক অসুস্থ বলে আক্রমণ করেছিলেন। এ বার বললেন, ‘‘ইমরানের বরং বলিউডে চেষ্টা করা উচিত। কমেডি শোতে সিধুর জায়গাটা ফাঁকা রয়েছে। সেখানে ইমরানকে বেশ ভালই মানিয়ে যাবে।’’
পাকিস্তানের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে পেশায় সাংবাদিক রেহাম বলেন, ‘‘ওঁর বলিউডে চেষ্টা করা উচিত। হাস্যকৌতুকে ওঁর যথেষ্ট পারদর্শিতা আছে। একটি কমেডি শো’তে পাজির (নভজ্যোৎ সিংহ সিধু) জায়গাটা ফাঁকা রয়েছে। ইমরানকে সেখানে স্বচ্ছন্দে মানিয়ে যাবে। সিধুর সঙ্গে ওঁর খুব ভাল সম্পর্ক। আর শুনলাম ইদানীং নাকি (ইমরান) কবিতাও লিখছেন।’’
Reham Khan (Imran Khan's Ex wife) said, he should be given chance in Bollywood. He have good comedian tallent. As Paji (Navjot Singh Sidhu) place is vacant in Kapil Sharma Show, he can be place there. He have good friendship with Paji and he also started Poetry, she said.
— Koustuv (@srdmk01) April 13, 2022
😂😂😂 pic.twitter.com/B8GBl93DfT
এর আগেও একাধিক বার রেহাম ইমরানকে আক্রমণ করেছেন। কোনও বারই রেহামের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি ইমরান। সম্প্রতি অনাস্থাভোটের ঠিক আগে রেহাম দাবি করেছিলেন, ‘‘ইমরান বিভ্রমে ভোগেন। কারও পরামর্শ শোনা ওঁর ধাতে নেই। যদি সুপরামর্শ শুনতেন তা হলে হয়তো আমরা এখনও বিবাহিতই থাকতাম। হয়তো অন্যরাও ওঁকে ছেড়ে যেতেন না। কিন্তু ও সব ওঁর রক্তে নেই।’’
প্রসঙ্গত, হাজার চেষ্টা করেও পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থাভোট এড়াতে পারেনি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। বহু টানাপড়েন শেষে অনাস্থাভোটে হেরে যান ইমরান। গদিচ্যুত হন। এরই মধ্যে সদ্য প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে বলিউডে নামার ‘প্রস্তাব’ দিলেন প্রাক্তন স্ত্রী রেহাম।