পাকিস্তানের করাচিতে ভূমিকম্প। — প্রতীকী চিত্র।
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান! সোমবার বিকেলে পাকিস্তানের করাচি এবং সংলগ্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা ছিল ৪.৭। ভূমিকম্পের উৎসস্থল ছিল করাচির কাছাকাছি কোনও অঞ্চল। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্রে বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার বিকেল ভারতীয় সময় অনুসারে ৪টে ৪০মিনিটে (স্থানীয় সময়ে বিকেল ৪টে ১০ মিনিট) ভূমিকম্পটি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। ভূমিকম্পের পরে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও মেলেনি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কিছু অংশেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
করাচি শহর থেকে ভূমিকম্পের উৎসস্থলটির দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। বালোচিস্তান প্রদেশের উথল শহর থেকে কম্পনের উৎসস্থলটি প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। প্রাথমিক ভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। অনেকেই ভয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। গত মাসের শেষের দিকেও পাকিস্তানে ৪.৫ মাত্রায় একটি ভূমিকম্প হয়েছিল।
গত শুক্রবার মায়ানমারের ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। সোমবার বিকেলের তথ্য অনুসারে, মায়ানমারে মৃতের সংখ্যা দু’হাজার ছাড়িয়ে গিয়েছে। শুক্রবারের ওই কম্পনের প্রভাব পড়েছিল মায়ানমারের পড়শি দেশ তাইল্যান্ডেও। তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে একটি নির্মীয়মাণ ৩০ তলা ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভূমিকম্পের সময়ে। ওই ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাইল্যান্ডে এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে।