US-China Tariff War

ওটা কিন্তু ‘মেড ইন চায়না’! শুল্কযুদ্ধের মধ্যেই ট্রাম্পের সচিবের পোশাকের দিকে আঙুল তুললেন চিনা রাষ্ট্রদূত

সম্প্রতি ইন্দোনেশিয়ার চিনা রাষ্ট্রদূত ঝাং ঝিশেং একটি ছবি পোস্ট করেন লেভিটের। সেই ছবিতে ওয়াইট হাউসের প্রেস সচিবের পরনে একটি লাল পোশাক দেখা যাচ্ছে। তা নিয়েই বিতর্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৬:৩৯
Donald Trump aide\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Karoline Leavitt dress made in China, question arise

ওয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ছবি: সংগৃহীত।

ওয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের পরনের পোশাক চিনে তৈরি! এক চিনা রাষ্ট্রদূতের সমাজমাধ্যমের পোস্ট প্রকাশ্যে আসতেই উঠছে সেই প্রশ্ন।

Advertisement

সম্প্রতি ইন্দোনেশিয়ার চিনা রাষ্ট্রদূত ঝাং ঝিশেং লেভিটের একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে ওয়াইট হাউসের প্রেস সচিবের পরনে একটি লাল পোশাক দেখা যাচ্ছে। সেই পোশাকের গলা এবং দুই বুক পকেটের কাছে রয়েছে কালো রঙের লেস! বিতর্কের সূত্রপাত ওই লেস নিয়ে। দাবি করা হচ্ছে, পোশাকের ওই লেইসটি চিনের মাবুজ়েনের একটি কারখানায় তৈরি।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই চিনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে শুরু হওয়া বাণিজ্যযুদ্ধ তুঙ্গে উঠেছে। ট্রাম্প চিনা পণ্যের উপর বাড়তি শুল্ক ধার্য করার সিদ্ধান্ত ঘোষণার পর ট্রাম্পকে জবাব দিতে মার্কিন পণ্যের উপরও শুল্কের পরিমাণ বাড়িয়েছে চিন। কয়েক দিন আগেই আমেরিকার বাজারে চিনা পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। সেই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে পাল্টা জবাব দেয় বেজিংও। শুক্রবার তারা ঘোষণা করে, ৮৪ নয়, এ বার থেকে মার্কিন পণ্যের উপর ১২৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করা হচ্ছে। একই সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করার কথাও শোনা যাচ্ছে চিন প্রশাসনের গলায়।

আমেরিকার শুল্কনীতি নিয়ে চিনকে কটাক্ষের সুর শোনা গিয়েছে লেভিটের গলাতেও। সেই তাঁর পরনেই চিনের তৈরি পোশাক কেন, প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও ওই পোশাক যে চিনের কোম্পানিতেই তৈরি, তা নিশ্চিত করেননি লেভিট বা মার্কিন প্রশাসনের কোনও কর্তাব্যক্তি।

Advertisement
আরও পড়ুন