billionaire

Covid-19: করোনা সর্বনাশের আবহেই ১০০ কোটির মালিক হওয়ার ‘পৌষমাস’, দাবি সমীক্ষায়

বিশ্বজুড়ে কোভিড-১৯ সংক্রমণের প্রথম পর্বে গড়ে প্রতি ৩০ ঘন্টায় এক জন করে নতুন ১০০ কোটি ডলারের (প্রায় ৭,৭৫২ কোটি টাকা) মালিক তৈরি হয়েছেন।

Advertisement
সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৩ মে ২০২২ ২২:৫৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রতি ৩০ ঘণ্টায় এক জন। করোনা অতিমারির আবহে এমন গতিতেই বাড়ছে ‘১০০ কোটির মালিকের’ (বিলিয়নেয়ারের) সংখ্যা! আন্তর্জাতিক মানবাধিকার সমীক্ষা সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল সোমবার জানিয়েছে, বিশ্বজুড়ে কোভিড-১৯ সংক্রমণের প্রথম পর্বে গড়ে প্রতি ৩০ ঘন্টায় এক জন করে নতুন ১০০ কোটি ডলারের (প্রায় ৭,৭৫২ কোটি টাকা) মালিক তৈরি হয়েছেন।

সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক অধিবেশনের প্রকাশিত ‘যন্ত্রণা থেকে মুনাফা’ শীর্ষক ওই প্রতিবেদনে অক্সফাম জানিয়েছে, করোনাকালে বিশ্ব জুড়ে আরও গভীর হয়েছে ধনসম্পদ বণ্টনের বৈষম্য। ওই সময় নতুন ৫৭৩ জন ‘১০০ কোটির মালিক’ হয়েছেন। অর্থাৎ প্রতি ৩০ ঘণ্টায় এক জন।

পাশাপাশি, করোনার অভিঘাতে বিশ্বে ২৬ কোটিরও বেশি মানুষ নিদারুণ আর্থিক অনটনে পড়েছেন বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। অর্থাৎ, প্রতি ৩৩ ঘণ্টায় প্রায় ১০ লক্ষ মানুষ দারিদ্র্যের কবলে পড়েছেন।

প্রসঙ্গত, গত বছর ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক অধিবেশনের সময় অক্সফ্যামের ‘দ্য ইনইক্যুয়ালিটি ভাইরাস’ অর্থাৎ ‘বৈষম্যের ভাইরাস’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছিল, ভারতে লকডাউন পর্ব চলাকালীন ধনকুবেরদের আয় ৩৫ শতাংশ বেড়েছিল।

Advertisement
আরও পড়ুন
Advertisement