যুদ্ধবিরতির শর্ত হিসাবে ইজ়রায়েলের জেলে বন্দি ৯০ জন প্যালেস্টাইনিকে মুক্তি দিয়েছে তেল আভিভও। —ফাইল ছবি।
অবশেষে গাজ়ায় যুদ্ধবিরতি ঘোষণায় সায় দিয়েছে ইজ়রায়েল এবং প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাস। রবিবার হামাসের তরফে তিন ইজ়রায়েলি পণবন্দিকে মুক্তি দেওয়া হয়। যুদ্ধবিরতির শর্ত হিসাবে ইজ়রায়েলের জেলে বন্দি ৯০ জন প্যালেস্টাইনিকে মুক্তি দিয়েছে তেল আভিভও।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েলে ঢুকে হামলা চালিয়েছিল হামাস। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ১২০০ জনের। ২৫০ জনকে পণবন্দি করা হয়। তার পর গাজ়ায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইজ়রায়েল। ফলে মৃত্যু হয় ৪৭ হাজার প্যালেস্টাইনির।
রবিবার নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে যুদ্ধবিরতি শুরু হয় গাজ়া ভূখণ্ডে। প্রথমে স্থির ছিল গাজ়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (ভারতীয় সময় দুপুর ১২টা) ইজ়রায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে। কিন্তু হামাসের বিরুদ্ধে শর্তভঙ্গ করার অভিযোগ তোলে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।
যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসাবে প্রথম দফায় মুক্তি পেতে চলা ইজ়রায়েলি বন্দিদের নাম প্রকাশ করার কথা ছিল হামাসের। কিন্তু ইজ়রায়েল রবিবার সকালে দাবি করে, সেই নামের তালিকা তারা হাতে পায়নি। বেলায় হামাস তিন যুদ্ধবন্দির নামের তালিকা প্রকাশ করে। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতর আনুষ্ঠানিক ভাবে সেই তালিকা হাতে পাওয়ার কথা জানায়। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় ওই ইজ়রায়েলি বন্দিদের মুক্তি দেয় হামাস। বন্দিমুক্তির ঘোষণার পরেই ভারতীয় সময় ৩টে নাগাদ যুদ্ধবিরতি কার্যকর হয়।