Blast

Afghanistan Blast: আফগানিস্তানের শিয়া মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ, হত অন্তত ৫, জখম ৫০

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ প্রদেশের মসজিদে বিস্ফোরণ ঘটেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১৬:০৭
মাজার-ই-শরিফে বিস্ফোরণে বহু প্রাণহানির আশঙ্কা।

মাজার-ই-শরিফে বিস্ফোরণে বহু প্রাণহানির আশঙ্কা। ছবি: টুইটার থেকে নেওয়া।

উত্তর আফগানিস্তানের শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছে। উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ প্রদেশের ওই মসজিদে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

মাজার-ই-শরিফের তালিবান কমান্ডার মহম্মদ আসিফ ওয়াজেরি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ২০ পেরোতে পারে বলে তাঁরা অনুমান করছেন। প্রসঙ্গত, গত বছর তালিবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক ভাবে আক্রমণের নিশানা হচ্ছেন শিয়া জনগোষ্ঠীর মানুষ। পাশাপাশি হাজারা, তাজিক, উজবেক-সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরেও ক্রমাগত হামলার ঘটনা ঘটছে।

Advertisement

পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে) ইতিমধ্যেই তালিবান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলে হামলার হুঁশিয়ারি দিয়েছে। শিয়া ধর্মস্থানগুলিতে হামলার নেপথ্যেও আইএসকে জঙ্গিগোষ্ঠী রয়েছে বলে তালিবান শাসকদের অভিযোগ।

Advertisement
আরও পড়ুন