Israel-Lebanon War

যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আজ বৈঠক বেরুটে 

রবিবার উত্তর গাজ়ার বেট লাহিয়ার ইজ়রায়েলি হানায় নিহত হয়েছেন অন্তত ৫০ জন। মধ্য গাজ়ায় ড্রোনের হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে ১৫ জনের, রাফায় নিহত ৫ জন।

Advertisement
সংবাদ সংস্থা
বেরুট শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ০৮:০৩
ইজ়রায়েলি হামলায় যুদ্ধবিধ্বস্ত লেবানন।

ইজ়রায়েলি হামলায় যুদ্ধবিধ্বস্ত লেবানন। ছবি রয়টার্স।

গত ৩৬ ঘণ্টা ধরে টানা ইজ়রায়েলি হামলা চলেছে লেবাননে। শনিবার সকাল থেকে অন্তত ২০০টি এলাকায় কখনও যুদ্ধবিমান, কখনও ড্রোন হামলা চালিয়েছে ইজ়রায়েল। সোমবার হামলার তীব্রতা বেড়েছে। বেরুট শহরে প্রাণ গিয়েছে এক জনের, জখম ন’জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, শনিবার থেকে শুরু হওয়া হামলায় দেশটির টাইর অঞ্চলে নিহত ১১ জন। জখম ৪৮ জনেরও বেশি।

Advertisement

একই চিত্র গাজ়ায়। রবিবার উত্তর গাজ়ার বেট লাহিয়ার ইজ়রায়েলি হানায় নিহত হয়েছেন অন্তত ৫০ জন। মধ্য গাজ়ায় ড্রোনের হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে ১৫ জনের, রাফায় নিহত ৫ জন। এই তীব্র হামলার মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মঙ্গলবার লেবাননের বেরুটে বৈঠকে যোগ দেবেন আমেরিকার বিশেষ প্রতিনিধি এমস হকস্টাইন। লেবানন এই প্রস্তাব সদর্থক ভাবেই গ্রহণ করেছে। প্রসঙ্গত, প্যালেস্টাইনি শরণার্থীদের জন্য ইউএনআরডবলিউএ-র কাছে ২৫ লক্ষ ডলার আর্থিক সহায়তা পাঠাল ভারত।

লেবানন ও গাজ়া— দুই স্বাস্থ্য মন্ত্রকেরই দাবি, ইজ়রায়েলি হামলায় নির্বিচারে মরছেন সাধারণ মানুষ। ইজ়রায়েলি বাহিনী অবশ্য তা মানতে নারাজ। তাদের দাবি, হিজ়বুল্লার সদস্যদের খুঁজে খুঁজে হত্যা করার জন্যই এই হামলা। তাতে তারা সফলও... রবিবার মধ্য বেরুটে একটি বহুতলে আকাশহানায় মৃত্যু হয়েছে হিজ়বুল্লার মুখপাত্র মহম্মদ আফিফের। হিজ়বুল্লা এই মৃত্যু নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি। বরং, পাল্টা হামলা চালিয়েছে ইজ়রায়েলের কিরাত শেমোনা শহরে। একই সঙ্গে, হুথি জঙ্গিরা হামলা চালিয়েছে তেল আভিভ ও জাফার সেনাঘাঁটি লক্ষ্য করে।

লেবাননের সঙ্গেও ইজ়রায়েলের ক্রমবর্ধমান এই সংঘর্ষে নড়েচড়ে বসেছে আমেরিকা। মঙ্গলবার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক করতে চলেছেন আমেরিকার প্রতিনিধি এমস হকস্টাইন। আমেরিকার বহু সংবাদমাধ্যমের দাবি, যুদ্ধবিরতির প্রস্থাবে রাজি হিজ়বুল্লা, রাজি হওয়ার পিছনে পরামর্শ রয়েছে ইরানের।

এ দিকে, জেরুসালেমে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির সামনে শুরু হয়েছে আরও তীব্র বিক্ষোভ মিছিল। বিক্ষোভকারীদের দাবি, শীত আসছে। এখনও যদি পণবন্দিদের মুক্ত না করার ব্যবস্থা করেন নেতানিয়াহু, তা হলে গাজ়ার সুড়ঙ্গে তাঁরা মারা যাবেন।

আরও পড়ুন
Advertisement