ঢাকায় একটি ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
নয়াদিল্লির মতো বাংলাদেশেও রাজধানী অঞ্চলে একটি আঞ্চলিক সরকার গঠন করা হোক! সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, নয়াদিল্লির মতো ঢাকাতেও একটি ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার দুপুরে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল আজাদ মজুমদার।
শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কিছু কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। তার মধ্যে একটি জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবারই অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের কাছে রিপোর্ট জমা দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। ‘প্রথম আলো’ অনুসারে, রিপোর্টে কমিশন বাংলাদেশের রাজধানী ঢাকার জনসংখ্যা এবং পরিষেবার কথা বিবেচনা করে দিল্লির মতো সরকার নিয়ন্ত্রিত একটি ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ করা হয়েছে। রাজধানী ঢাকা, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার এবং নারায়ণগঞ্জ নিয়ে এই ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের কথা বিবেচনা করা যেতে পারে।
বাংলাদেশের অন্য প্রদেশগুলির মতো রাজধানী অঞ্চলেও একটি নির্বাচিত আইনসভা এবং স্থানীয় সরকার রাখার সুপারিশ করেছে কমিশন। যদিও ঢাকা এবং সংলগ্ন অঞ্চল নিয়ে এই ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের রূপরেখা কেমন হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। বস্তুত, বাংলাদেশে স্থানীয় সরকার সংস্কারের জন্যও একটি কমিশন গঠন করেছে ইউনূস প্রশাসন। মঙ্গলবার স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট জমা প়ড়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। তাতে ১৫ দফা সংস্কারের সুপারিশ করেছে তারা। অতীতে স্থানীয় সরকারগুলির উপর দলীয় নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। সে ক্ষেত্রে স্থানীয় সরকারগুলিতে এককেন্দ্রিক শাসনব্যবস্থার অবসান নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। খবরে প্রকাশ, স্থানীয় সরকারগুলিকে স্বশাসিত এবং গণপ্রতিনিধিত্বশীল করে গঠনের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন।