সাংবাদিক বৈঠকে এনসিপির নেতারা। শনিবার বাংলাদেশে। ছবি: সংগৃহীত।
ভোটদানের ন্যূনতম বয়স ১৬ করার দাবি তুলল বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেনস পার্টি বা এনসিপি)। ভোটে দাঁড়ানোর ন্যূনতম বয়সও কমিয়ে ২৩ করার দাবি তুলেছে তারা। বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগে সে দেশের ঐকমত্য কমিশনকে এই সংক্রান্ত সংস্কার-প্রস্তাব দিয়েছে এনসিপি।
শনিবার দলের নেতা সরওয়ার তুষার সাংবাদিক বৈঠকে অগস্ট মাসের কোটা সংস্কার আন্দোলনের কথা উল্লেখ করে জানান, নতুন প্রজন্মের সকলে যাতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, সেই কারণেই তাদের এই প্রস্তাব।
বর্তমানে বাংলাদেশে ভোটদানের ন্যূনতম বয়স ১৮। আর সে দেশে সংসদ সদস্য হতে গেলে ন্যূনতম বয়স ২৫ হতে হয়। সম্প্রতি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রস্তাব মেনে ভোটে দাঁড়ানোর ন্যূনতম বয়স ২১ করার কথা বলে সংবিধান সংস্কার কমিশন। এনসিপি অবশ্য জানিয়েছে, সংসদ সদস্য হওয়ার জন্য ২১ বছর বয়সটা বড্ড কম।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের শেষে ঢাকায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে তৈরি হয় নতুন দল এনসিপি।