গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি থেকে সরবে না বাংলাদেশের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশকে নিয়ে গঠিত নতুন দলের তরফে বৃহস্পতিবার এই অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে।
গত সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্রনেতাদের একাংশ ‘আওয়ামী লীগের দালালি করা’র অভিযোগ তোলার পরে বিতর্ক তৈরি হয়েছিল। প্রাক্তন ছাত্রনেতা তথা এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ সরাসরি ৩২ নম্বর ধানমন্ডির মতো ঢাকার সেনানিবাস গুঁড়িয়ে দেওয়ার হুমকির ফলে তৈরি হয় উত্তেজনা। এর পরে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এবং সার্জিস আলম সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ় জ়ামানের সঙ্গে সাক্ষাৎ করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন।
বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশের দাবি, ওই বৈঠকে হাসনাতদের সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দেন, নানা অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের উপর বিধিনিষেধ বলবৎ করা যেতে পারে। কিন্তু সামগ্রিক ভাবে হাসিনার দলের উপর নিষেধাজ্ঞা জারি করায় তাঁদের সায় নেই। এর পরে প্রকাশ্যে সেনার প্রতি আস্থা ব্যক্ত করেছিলেন নাহিদ ইসলাম-সহ এনসিপি নেতারা।
যদিও জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে এনসিপির তরফে। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সে দেশের সংবাদমাধ্যম প্রথম আলো-কে বলেন, ‘‘এই মুহূর্তে এনসিপি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ওপর গুরুত্ব দিচ্ছে। তবে বিচার প্রক্রিয়া-সহ বিভিন্ন ধাপ পার করে আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা হয়, সে দিকেই আমাদের এগোতে হবে।’’