Balochistan Attack

পাকিস্তানের বালুচিস্তানে আবার বিদ্রোহীদের হানা! কয়লাখনিতে ঢুকে পড়ে নির্বিচারে গুলি, হত ২০

পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালুচিস্তান প্রাকৃতিক ভাবে সবচেয়ে সম্পদশালী। ধীরে ধীরে তা বেহাত হয়ে যাচ্ছে বালোচ নাগরিকদের। তারই প্রতিবাদে চলছে সশস্ত্র বিদ্রোহ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৫:২৪
At least 20 miners killed, 7 injured in armed attack on coal mine in Balochistan of Pakistan

বালুচিস্তানে বিদ্রোহী হামলায় বিধ্বস্ত কয়লাখনি। ছবি: সংগৃহীত।

আবার বিদ্রোহী হামলার ঘটনা পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। শুক্রবার ওই প্রদেশের একটি বেসরকারি কয়লাখনিতে স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ যোদ্ধারা অন্তত ২০ জন কর্মীকে খুন করেছেন বলে অভিযোগ। নিহতেরা মূলত পাক পঞ্জাব এবং সিন্ধের বাসিন্দা।

Advertisement

বালুচিস্তান প্রাদেশিক পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে রাজধানী কোয়েটার পূর্বে, ইরান সীমান্তবর্তী দুকি জেলার জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে একদল সশস্ত্র লোক হামলা চালান। দুকির পুলিশকর্তা হুমায়ুন খান বলেন, ‘‘রকেট লঞ্চার দিয়ে লোরালাই তহসিলের ওই খনির একাংশ উড়িয়ে দেওয়ার পাশাপাশি খনিকর্মীদের এক জায়গায় জড়ো করে তাঁদের উপর স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালানো হয়। অন্তত ২০ জন নিহত হয়েছে। গুরুতর আহত সাত জন।’’

প্রসঙ্গত, বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)-সহ বিভিন্ন গোষ্ঠীর বালুচ স্বাধীনতা যোদ্ধাদের মূল অভিযোগ পঞ্জাবি আধিপত্যের বিরুদ্ধে। এর আগেও একাধিক বার পঞ্জাবিদের নিশানা করেছেন তাঁরা। দুকি জেলা কাউন্সিলের চেয়ারম্যান খয়রুল্লা নাসিরর অভিযোগ, এ ক্ষেত্রেও হামলাকারীরা বিএলএ-র সদস্য। হামলার পরেই পাক আধাসেনা ফ্রন্টিয়ার কোর এবং পুলিশের যৌথ বাহিনী এলাকায় পৌঁছে ঘাতক বাহিনীর বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন দুকির ডেপুটি কমিশনার কলিমুল্লা কাকর।

আরও পড়ুন
Advertisement