Indian Migrants inUS

১৮০০০ ভারতীয় চিহ্নিত! অবৈধ অভিবাসীদের ধরে ফেরত পাঠাতে তৎপরতা শুরু ট্রাম্প প্রশাসনের

আমেরিকায় বিনা নথিতে বসবাসকারী প্রায় ১৮ হাজার ভারতীয়কে এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যাটি আরও বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। অবৈধ অভিবাসীদের খুঁজতে সাহায্য করছে ভারতও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ০৮:৩৩
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত থেকেও প্রচুর মানুষ বিনা নথিতে আমেরিকায় রয়েছেন। ‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদন বলছে, ভারত এবং আমেরিকা উভয় সরকারই যৌথ ভাবে এখনও পর্যন্ত সে দেশে বসবাসকারী প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে। এ বার তাঁদের ভারতে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। অবৈধ অভিবাসীদের সংখ্যা নিশ্চিত না করলেও, তাঁদের ফেরত পাঠানোয় সায় রয়েছে নয়াদিল্লিরও।

Advertisement

‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদন অনুসারে, এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। কারণ, এখনও পর্যন্ত ১৮ হাজার জন চিহ্নিত। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে সমীক্ষক সংস্থা ‘পিউ রিসার্চ সেন্টার’-এর তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে আমেরিকায় অবৈধ অভিবাসনের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়েরা। প্রথম মেক্সিকো এবং দ্বিতীয় এল সালভাদর। সমীক্ষক সংস্থার দাবি, প্রায় ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় বিনা নথিতে আমেরিকায় বাস করছেন।

প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বার শপথ নেওয়ার পরেই বেশ কিছু নির্দেশিকাই স্বাক্ষর করেছেন ট্রাম্প। তার মধ্যে অন্যতম অবৈধ অভিবাসন সংক্রান্ত নির্দেশ। আমেরিকা-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করার নির্দেশ দিয়েছেন তিনি। ‘ব্লুমবার্গ’ জানিয়েছে, আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে সে দেশের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে ভারত সরকারও। আমেরিকায় ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে ভারত যে আগ্রহী, সেটি বোঝানোর জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আমেরিকায় কত জন অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে সে বিষয়ে দিল্লির তরফে এখনও স্পষ্ট কোনও সংখ্যা জানানো হয়নি। তবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অবৈধ অভিবাসন রুখতে দু’দেশই পদক্ষেপ করতে শুরু করেছে। এই সহযোগিতার কারণেই আমেরিকা থেকে সর্বশেষ যে ভারতীয়দের দেশে ফেরানো হয়েছে, তাঁদের চার্টার্ড বিমানে দিয়ে যাওয়া হয়েছে। ভারত থেকে আমেরিকায় যাওয়া বৈধ অভিবাসীদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই এই সহযোগিতা বলে জানিয়েছেন জয়সওয়াল।

Advertisement
আরও পড়ুন