Israel-Hamas Conflict

গাজ়ায় হামাসের হানায় নিহত ভারতীয় বংশোদ্ভূত ইজ়রায়েলি সেনা, যুদ্ধের বলি ১০ হাজার ছুঁল

গত ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হয়েছিলেন দুই ভারতীয় বংশোদ্ভূত ইজ়রায়েলি মহিলা সেনা। তা ছাড়া, এক ভারতীয় বংশোদ্ভূত অসামরিক মহিলাও নিহত হয়েছিলেন ওই হামলায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
গাজ়া শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৩ ২২:৪৬
২৬ দিনের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত গাজ়া।

২৬ দিনের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত গাজ়া। ছবি: রয়টার্স।

গাজ়া ভূখণ্ডে হামাসের পাল্টা হামলায় ফের নিহত হলেন ভারতীয় বংশোদ্ভূত ইজ়রায়েলি সেনা। সরকারি সূত্রের খবর, হালেল সলোমন নামে ২০ বছরের ওই স্টাফ সার্জেন্ট দক্ষিণ ইজ়রায়েলের ডিয়ামোনা শহরের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার রাতে গাজ়ায় সালা-আল-ডিন সড়কের অদূরে হামাস বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন।

Advertisement

ডিয়ামোনা শহরের মেয়র বুধবার সলোমনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রসঙ্গত, ডিয়ামোনায় বহু ভারতীয় বংশোদ্ভূত বাস করেন বলে ওই শহরটি ‘মিনি ভারত’ হিসাবে পরিচিত। গত ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হয়েছিলেন দুই ভারতীয় বংশোদ্ভূত ইজ়রায়েলি মহিলা সেনা।

তা ছাড়া, এক ভারতীয় বংশোদ্ভূত অসামরিক মহিলাও নিহত হয়েছিলেন ওই হামলায়। এরই মধ্যে বুধবার যুদ্ধের ২৬তম দিনে নিহতের সংখ্যা ১০ হাজার ছুঁতে চলেছে। এর মধ্যে প্রায় সাড়ে আট হাজার প্যালেস্তিনীয়। উত্তর গাজ়ায় জ়াবালিয়ায় রাষ্ট্রপুঞ্জের শরণার্থী শিবিরে বোমাবর্ষণে বহু নারী এবং শিশুর মৃত্যু হয়েছে।

ইজ়রায়েলি সেনার গাজ়া দখল অভিযানের মধ্যেই বুধবার ‘প্রত্যাঘাত’ করেছে আরব দুনিয়া। ‘আমেরিকার মিত্র’ হিসাবে জর্ডন বুধবার ইজ়রায়েলে তাদের দূতাবাসের আধিকারিকদের ফেরত আসার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, জর্ডনের ইজ়রায়েলি দূতাবাসের কূটনীতিকদের নিজেদের দেশে চলে যেতে বলা হয়েছে। গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি হামলা বন্ধ করতে শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রস্তাব এনেছিল জর্ডন। এর পরে সোমবার জর্ডনের তরফে আমেরিকার কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাওয়ার পরে জল্পনা দানা বাঁধে, ইজ়রায়েলি ফৌজের হামলার আশঙ্কাতেই ওয়াশিংটনের দ্বারস্থ হয়েছে জর্ডন।

আরও পড়ুন
Advertisement