US

Crime: ২৪ ঘণ্টার মধ্যে আমেরিকায় আবার বন্দুকবাজের হানা! জোড়া হামলায় নিহত তিন

শনিবার এক আঠারো বছর বয়সী বন্দুকবাজের হানায় মৃত্যু হয় ১০ জন সাধারণ নাগরিকের। রবিবার ফের দুটি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের।

Advertisement
সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৬ মে ২০২২ ০৯:০৭
হামলার পিছনে উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ প্রশাসনের।

হামলার পিছনে উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ প্রশাসনের। প্রতীকী চিত্র।

আবারও আমেরিকায় বন্দুকবাজের হানা। রবিবার রাতে দেশের দু’টি পৃথক জায়গায় আততায়ীদের হামলায় মৃত্যু হল তিন সাধারণ নাগরিকের। সংবাদমাধ্যম সূত্রে খবর, লস অ্যাঞ্জেলসে একটি গির্জার সামনে বন্দুকবাজের হানায় মাটিতে লুটিয়ে পড়েন এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত হন আরও চার জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানাচ্ছে, আততায়ীর বয়স আনুমানিক ৬০ বছর। তাঁকে স্থানীয়রা পাকড়াও করে বেঁধে ফেলে। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, নিহত এবং আহতদের বেশির ভাগই এশিয়ান এবং তাইওয়ান বংশোদ্ভূত।

Advertisement

অন্য দিকে, টেক্সাসে একটি বাজারে এলোপাথাড়ি গুলি চালায় এক আততায়ী। আহতদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যান।

এর আগে শনিবার নিউ ইয়র্কে একটি সব্জি বাজারে এক ১৮ বছরের যুবকের গুলিতে মৃত্যু হয় ১০ জনের। পরে তাকে গ্রেফতারও করে পুলিশ। প্রশাসনের দাবি, জাতিগত উদ্দেশ্য নিয়ে হামলা হতে পারে।

আরও পড়ুন
Advertisement