Nepal plane crash

উদ্ধার ৪৪টি দেহ, নেপালে বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে অন্তত পাঁচ ভারতীয়, চলছে উদ্ধারকাজ

রবিবার সকালে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আসনের বিমানটি ভেঙে পড়ে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বিমানটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন।

Advertisement
সংবাদ সংস্থা
কাঠমান্ডু শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৩:৩২
ভেঙে পড়েছে ইয়েতি এয়ারলাইন্সের বিমান। রবিবার পোখারার কাছে।

ছবি: টুইটার

নেপালে বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। যাঁদের মধ্যে ৫ জন ভারতীয়, ৫৩ জন নেপালি এবং চার জন রুশ নাগরিক, কোরিয়ার ২ জন, আর্জেন্টিনা, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের ১ জন করে নাগরিক রয়েছেন বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর।

রবিবার সকালে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আসনের বিমানটি ভেঙে পড়ে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বিমানটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন।

Advertisement

ঘটনাস্থলে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল (প্রচণ্ড)। বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘‘কেন বিমানটি ভেঙে পড়ল, জানি না। কেউ জীবিত রয়েছেন কি না, তা-ও বলতে পারছি না। ভেঙে পড়া মাত্রই বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকার্য শুরু হয়েছে। আগুন নেভানোরও কাজ চলছে।’’

স্থানীয় সূত্রে খবর, কারও বেঁচে থাকার আশা ক্ষীণ। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন তাঁরাও। তবে যে ভাবে আগুন জ্বলছে, তাতে কারও বেঁচে থাকার সম্ভাবনা কতটা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

আরও পড়ুন
Advertisement