Mamata Banerjee

স্বাস্থ্য পরিষেবায় জোর, ভার্চুয়াল মাধ্যমে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা

বৃহস্পতিবার নবান্ন সভাঘরে ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে পরিষেবা দেওয়াই তাঁর সরকারের কাজ বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২০:০৫
photo of Mamata Banerjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পগুলির উদ্বোধন করেন তিনি। মানুষকে পরিষেবা দেওয়াই তাঁর সরকারের কাজ বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

কী কী উদ্বোধন হল বৃহস্পতিবার

* ১০.৪ কোটি টাকায় বালুরঘাট জেলা হাসপাতালে পিপিপি মডেলের ১.৫ টেসলা এমআরআই সেন্টার।

* ৩.৪২ কোটি টাকায় ইসলামপুর এসডিএইচ-এ সিটিস্ক্যান মেশিন।

* ৫১ কোটি টাকায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে টার্শিয়ারি ক্যান্সার কেয়ার সেন্টারে ১২০ শয্যার জি প্লাস ২ ভবন নির্মাণ।

* ৪১.৮৩ কোটি টাকায় বীরভূমের সাঁইথিয়ায় একটি বিপিএইচসি এবং পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে একটি আরএইচ-এর আপগ্রেডেশন।

* ১২.১২ কোটি টাকায় ১১টি হাসপাতালে ২৪ শয্যাবিশিষ্ট হাইব্রিড সিসিইউ।

* ৫০ কোটি টাকায় ৫৬টি হাসপাতালে ২০ শয্যাবিশিষ্ট বাড়তি ওয়ার্ড।

* ২.৭৫ কোটি টাকায় তিনটি হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট।

* ২.৫ কোটি টাকায় দু’টি জেলা হাসপাতালে (সিউড়ি এবং কৃষ্ণনগর) জনস্বাস্থ্য পরীক্ষাকেন্দ্র নির্মাণ।

* ০.৬৭ কোটি টাকায় বিভিন্ন জেলায় আয়ুষ বহির্বিভাগ নির্মাণ।

* বাঁকুড়ার সোনামুখীতে নতুন অগ্নিনির্বাপণ কেন্দ্র।

* মুর্শিদাবাদের দ্বারকা নদীর উপর রণগ্রামে নতুন সেতু।

কী কী ভিত্তিপ্রস্তর স্থাপন

* নয় কোটি টাকায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ইন্টিগ্রেটেড ক্লিনিক্যাল ভবনের সংস্কার।

* প্রায় পাঁচ কোটি টাকায় পশ্চিম বর্ধমানের আকালপুরে আর্বান কমিউনিটি হেলথ সেন্টার নির্মাণ।

* ১.৮৮ কোটি টারায় দার্জিলিঙের সরকারি হাসপাতালের বিশেষ সংস্কার।

*প্রায় ১.৬১ কোটি টাকায় বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজে রাত্রিনিবাস নির্মাণ।

আরও পড়ুন
Advertisement