News Of The Day

দিঘায় জগন্নাথধাম উদ্বোধনের আগে মহাযজ্ঞ। কাঁথিতে সভার আর্জি, রায় ঘোষণা হবে কি। আর কী কী

বুধবার অক্ষয়তৃতীয়ায় দিঘায় জগন্নাথধামের উদ্বোধন হচ্ছে। তার আগে আজ সকাল থেকে শুরু হবে মহাযজ্ঞ। আজ বিকেলে মন্দিরে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিঘায় জগন্নাথধাম উদ্বোধনের আগে মহাযজ্ঞ, সন্ধ্যায় পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

বুধবার অক্ষয়তৃতীয়ায় দিঘায় জগন্নাথধামের উদ্বোধন হচ্ছে। তার আগে আজ সকাল থেকে শুরু হবে মহাযজ্ঞ। আজ বিকেলে মন্দিরে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথধাম উদ্বোধনের আগে সাজ সাজ রব সৈকতনগরী দিঘায়। প্রচুর পুণ্যার্থীর ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার। তার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে স্থানীয় পুলিশ-প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা সোমবারই পৌঁছে গিয়েছেন দিঘায়। কপ্টার থেকে নেমে তিনি জানান, এই মন্দিরে ‘আধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’র মিলন হয়েছে। মন্দির পরিদর্শন করেন তিনি। সেখানকার স্থাপত্যকাজেরও প্রশংসা করেন মমতা। কথা বলেন মন্দিরের পুরোহিতদের সঙ্গে। দিঘায় জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার আগে আজ দিনভর নজর থাকবে সৈকতনগরীতে।

জগন্নাথধামের উদ্বোধনের দিনেই কাঁথিতে সভার আর্জি, রায় হবে কি

মুখ্যমন্ত্রী মমতার হাত ধরে বুধবার দিঘায় জগন্নাথধামের উদ্বোধনের দিনেই কাঁথিতে সনাতনী সম্মেলন আয়োজন করতে চায় একটি হিন্দুত্ববাদী সংগঠন। সেখানে বক্তৃতা করার কথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু কাঁথির ওই সভায় পুলিশি অনুমতি মেলেনি। তা নিয়ে হাই কোর্টে মামলাও হয়েছে। সোমবার দীর্ঘ ক্ষণ শুনানি চলার পরেও মামলার নিষ্পত্তি হয়নি। রাজ্যের বক্তব্য, কাঁথির ওই কর্মসূচি অন্য কোনও দিন করা হোক। মামলাকারীদের আইনজীবীর আবার বক্তব্য, দিঘা থেকে কাঁথির দূরত্ব অনেকটাই। তা-ও কেন আপত্তি, সেই নিয়ে প্রশ্ন মামলাকারী পক্ষের। আজ কি ওই মামলায় কোনও রায় দেবে আদালত? নজর থাকবে সে দিকে।

ভারত-পাক উত্তেজনার মাঝে দিল্লিতে ঘন ঘন বৈঠক, কেন

পহেলগাঁও কাণ্ড পরবর্তী সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে। ভারতের তরফে সিন্ধুচুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। পাকিস্তানও বাণিজ্য বন্ধ-সহ পাল্টা কিছু পদক্ষেপ করেছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, জলপ্রবাহে বাধা দেওয়া হলে তা ‘যুদ্ধ’ হিসাবে দেখা হবে। গত কয়েক দিন ধরে টানা নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাক ফৌজের বিরুদ্ধে। উদ্ভূত পরিস্থিতিতে নয়াদিল্লিতে ঘন ঘন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। রবিবার সেনা সর্বাধিনায়কের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন রাজনাথ। প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটিও সোমবার বৈঠকে বসেছিল। ভারত-পাক উত্তেজনা এবং পহেলগাঁওয়ের তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে আজ।

আইপিএল: দিল্লির বিরুদ্ধে জয়ে ফিরতে পারবে কি কেকেআর

আইপিএলে আজ আবার নামছে কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষে দিল্লি ক্যাপিটালস। কেকেআরের এটি অ্যাওয়ে ম্যাচ। খেলা দিল্লিতে। এই ম্যাচে হারলে প্লে-অফে যাওয়ার ক্ষেত্রে বড় ধাক্কা খাবে কলকাতা। এ বারের পারফরম্যান্সের বিচারে দিল্লি অনেকটাই এগিয়ে। অক্ষর পটেল-কেএল রাহুলের দল ন’টি ম্যাচের ছ’টিতে জিতেছে। অন্য দিকে অজিঙ্ক রাহানের কলকাতা সমসংখ্যক ম্যাচ খেলে মাত্র তিনটি জিতেছে। গত শনিবার ইডেনে পঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় আরও সমস্যায় পড়েছে কেকেআর। তবে তাদের ব্যাটারদের যা ফর্ম, তাতে সে দিন ২০২ রান তাড়া করতে পারত কি না, তা নিয়ে সন্দেহ ছিল। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে যাওয়া দিল্লির বিরুদ্ধে কি জয়ে ফিরতে পারবে কলকাতা? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

শেষ হচ্ছে পাকিস্তানিদের মেডিক্যাল ভিসার মেয়াদ, তালিকা ধরে খোঁজ

পাকিস্তানিদের জন্য সাধারণ ভিসার মেয়াদ দু’দিন আগেই শেষ হয়েছে। আজ পাকিস্তানিদের মেডিক্যাল ভিসার মেয়াদের শেষ দিন। মেডিক্যাল ভিসায় ভারতে আসা সকল পাকিস্তানিকে আজকের মধ্যে ভারত ছাড়তে হবে। আজকের পর থেকে শুধুমাত্র দীর্ঘমেয়াদি ভিসা এবং কূটনৈতিক ভিসা ছাড়া আর কোনও পাকিস্তানি ভারতে থাকতে পারবেন না। কোন রাজ্যে কত জন পাকিস্তানি রয়েছেন, সে বিষয়ে ইতিমধ্যে তথ্য সংগ্রহ শুরু হয়ে গিয়েছে। তালিকা ধরে ধরে খোঁজ শুরু হয়েছে পাকিস্তানি নাগরিকদের। নির্দিষ্ট ছাড় দেওয়া ভিসা ছাড়া অন্য কোনও ভিসায় কোনও পাকিস্তানি রয়ে গিয়েছেন কি না, সে বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে আজ কত জন পাকিস্তানি সে দেশে ফেরেন, সে দিকে নজর থাকবে।

Advertisement
আরও পড়ুন