গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মুর্শিদাবাদে রাজ্যপাল, জাতীয় মানবাধিকার কমিশনও ধুলিয়ানে
আজ মুর্শিদাবাদে রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল ছাড়াও এই জেলার হিংসাকবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যদের। মুর্শিদাবাদে অশান্তির জেরে বাড়ি ছেড়ে অনেকেই পাশের জেলা মালদহে আশ্রয় নিয়েছেন। ঘরছাড়াদের একাংশ আশ্রয় নিয়েছেন বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। শুক্রবার সেই আশ্রয়শিবিরে যায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। সদস্যেরা কথা বলেন ঘরছাড়া পরিবারদের সঙ্গে। বিকেলে সেই আশ্রয়শিবিরে যান রাজ্যপালও। তবে তিনি সেখানে পৌঁছতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি যখন শিবিরের ভেতরে ঘরছাড়াদের সঙ্গে কথা বলছিলেন, বাইরে তখন দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাফও। আশ্রয়শিবির ঘুরে রাজ্যপাল যান ফরাক্কার গঙ্গাভবন গেস্ট হাউসে। সেখানেই রাতে ছিলেন তিনি। আজ তিনি মুর্শিদাবাদের কোথায় কোথায় যান, নজর থাকবে সেই খবরের দিকে।
ফের আমেরিকা জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, কী প্রভাব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় আজ ফের রাস্তায় নামার ডাক দিয়েছে আমেরিকার বিক্ষুব্ধ জনতা। ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর, এই নিয়ে দ্বিতীয় বার তাঁর নীতির বিরুদ্ধে সরব মার্কিন জনতা। আজ আমেরিকার প্রতিটি প্রদেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ‘৫০৫০১’ নামে একটি মঞ্চ। আমেরিকার ৫০টি প্রদেশে ৫০টি প্রতিবাদ কর্মসূচি হবে একই দিনে। আমেরিকার সরকারি কর্মীদের ছাঁটাই, ‘বন্ধু রাষ্ট্র’গুলির সঙ্গে সম্পর্কে টানাপড়েন-সহ বিভিন্ন অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন তাঁরা। এর আগে গত ৫ এপ্রিল ট্রাম্প এবং তাঁর নীতির বিরুদ্ধে গোটা আমেরিকা জুড়ে বিক্ষোভ দেখিয়েছিল মার্কিন জনতা। ওই প্রতিবাদ-বিক্ষোভের আঁচ ছড়িয়েছিল আমেরিকার বাইরে অন্য বেশ কিছু দেশেও। এ বারের বিক্ষোভ কর্মসূচি কতটা প্রভাব ফেলে সে দিকে নজর থাকবে আজ।
আইপিএলে দিল্লির সামনে গুজরাত, রাজস্থান খেলবে লখনউয়ের সঙ্গে
আইপিএলে আজ জোড়া ম্যাচ। রয়েছে শীর্ষস্থানে থাকা দুই দলের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস। শুভমন গিলের গুজরাতের ছয় ম্যাচে ১০ পয়েন্ট। অক্ষর পটেলের দিল্লির ছয় ম্যাচে ৮ পয়েন্ট। অহমদাবাদে এই ম্যাচ শুরু বিকেল ৩:৩০ থেকে। এর পর রয়েছে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। সঞ্জু স্যামসনের রাজস্থান খেলবে নিজেদের ঘর জয়পুরে। শেষ তিনটি ম্যাচে হেরেছে রাজস্থান। লখনউ পর পর তিনটি ম্যাচ জেতার পর গত ম্যাচে হেরেছে। এই খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কাল বিয়ে হল, আজ জন্মদিন দিলীপের, কিছু বলবেন কি?
পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে শুক্রবার নিউটাউনের বাড়িতে রিঙ্কু মজুমদারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দিলীপ ঘোষ। তাঁর ইচ্ছায় সমগ্র অনুষ্ঠান ছিল অনাড়ম্বর। বিয়ের পরেই দিলীপ জানিয়ে দিয়েছেন, আগের মতোই পুরোদস্তুর রাজনৈতিক কাজ করে যাবেন। আজ জন্মদিনেও রয়েছে তাঁর বেশ কয়েকটি কর্মসূচি। বিয়ের আগেই ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, সে সব কর্মসূচি বাতিল হবে না। দমদম-সহ একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে কী বলেন নতুন বর, সে দিকে নজর থাকবে।
ঝড়বৃষ্টির পূর্বাভাস প্রায় সব জেলায়, কবে থেকে বাড়বে গরম
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির আবহাওয়া থাকতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও রবিবারের পর থেকে শুকনো আবহাওয়া দেখা যাবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও কোথাও সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর থেকেই আবার বাড়তে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার খেলা, লড়াই সেল্টা ভিগোর সঙ্গে
স্প্যানিশ লিগে আজ বার্সেলোনার খেলা। শীর্ষে থাকা বার্সার সামনে সেল্টা ভিগো। খেলা সন্ধ্যা ৭:৪৫ থেকে। এ ছাড়াও রয়েছে রায়ো ভালেকানো-ভ্যালেন্সিয়া (বিকেল ৫:৩০), মায়োরকা-লেগানেস (রাত ১০টা) ম্যাচ।