TMC vs BJP: বাংলায় হিন্দুত্ব-বিরোধী বিজেপি, মুকুল-সহ তৃণমূলের টুইট হামলা, ওদের থেকে শিখব না, পাল্টা দিলীপ

মঙ্গলবার মমতা রাজ্যের সব দুর্গাপুজো কমিটিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন। এর বিরোধিতা করে নির্বাচন কমিশনে গিয়েছে বিজেপি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ১৪:২০
দুর্গাপুজোকে কেন্দ্র করে তরজা তৃণমূল বিজেপি-র। মন্তব্যের পাল্টা মন্তব্য মুকুল রায় ও দিলীপ ঘোষের।

দুর্গাপুজোকে কেন্দ্র করে তরজা তৃণমূল বিজেপি-র। মন্তব্যের পাল্টা মন্তব্য মুকুল রায় ও দিলীপ ঘোষের। নিজস্ব চিত্র।

বিজেপি বাংলায় হিন্দুত্বের বিরোধিতা করছে। সর্বজনীন দুর্গাপুজো বানচাল করতে চাইছে। বুধবার দুপুর থেকে এই মর্মে একের পর এক টুইট করে চলেছেন তৃণমূলের নেতারা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কোনও টুইট করেননি। রাজ্য জুড়ে দুর্গাপুজো পরিচালনা করে এমন ক্লাবকে রাজ্য সরকারের তরফে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। এ নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছে বিজেপি। দলের বক্তব্য, ৩৬ হাজার এমন ক্লাবের মধ্যে কলকাতা পুরসভা এলাকায় রয়েছে প্রায় ২,৫০০। ভবানীপুর আসনে উপনির্বাচনের আগে এতে নির্বাচনী বিধিভঙ্গ হবে বলে অভিযোগ তুলেছে বিজেপি। এরই প্রেক্ষিতে বুধবার রাজ্য বিজেপি-কে লক্ষ্য করে তৃণমূলের টুইট-হামলা। জবাবে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূলের কাছ থেকে হিন্দুত্ব শিখতে হবে না বিজেপি-কে। অতীতে করা পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছেন ওঁরা।’’

Advertisement

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের বিভিন্ন দুর্গাপুজো কমিটিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন। এরপরেই বিজেপি নির্বাচন কমিশনে লিখিত ভাবে অভিযোগ জানায়। বুধবার তৃণমূলের তরফে টুইট করে এর নিন্দা করা হয়। দলের তরফে বলা হয়, ‘হিন্দু সংস্কৃতি ও মূল্যবোধের স্বঘোষিত ধারক-বাহকরা কোনও ভাবেই হিন্দুত্বকে বোঝে না। হিন্দুদের উৎসবকে সম্মান করতেও ভুলে গিয়েছে ওরা। মা দুর্গা এবং বাংলার ঐতিহ্য সম্পর্কে তাদের শ্রদ্ধার বহর প্রকাশ হয়ে গেল!’ ওই টুইটে আরও লেখা হয়, ‘এটা চরম লজ্জার কাজ।’

এখানে না থেমে দলের তরফে নেতা-কর্মীদের ‘বিজেপি ইনসাল্ট মা দুর্গা’হ্যাশট্যাগ দিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। এর পরেই রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতা-সহ কর্মীরাও বিজেপি-কে তাক করে আক্রমণ শুরু করেন।বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষের দুর্গাকে নিয়ে করা একটি মন্তব্যের ভিডিও নিজের টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেনরাজ্যেরপূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। যেখানে দিলীপ দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন।তৃণমূল নেতা তথা বিজেপি বিধায়ক মুকুল রায়ও টুইট করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘হিন্দুত্বের উপরে এই আঘাত কি মেনে নেওয়া যায়?’

দিলীপ এই প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের জ্ঞান দেওয়ার আগে ওঁরা ভাবুন। এই বাংলায় দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য আদালতেও যেতে হয়েছে অতীতে।’’ তাঁর প্রশ্ন, ‘‘এখন কি হিন্দুত্বের প্রতি সেই সব অপমানের প্রায়শ্চিত্ত করতে চাইছে তৃণমূল?’’

Advertisement
আরও পড়ুন