TMC MLAS

হুইপ অমান্য করে অধিবেশনে গরহাজির বিধায়কেরা! পদক্ষেপ করতে সোমবার বৈঠকে বসবে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি

শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ সোমবার বৈঠক করবেন। অনুপস্থিত তৃণমূল বিধায়কদের ভাগ্য সেই বৈঠকে নির্ধারিত হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৪:৪৯
sovandeb chattopadhyay

শোভনদেব চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গ বিধানসভার সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনের শেষ দু’দিনে বিধায়কদের হাজিরা নিশ্চিত করতে ‘তিন লাইনের হুইপ’ জারি করেছিল তৃণমূল পরিষদীয় দল। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেই হুইপ দলের সিংহভাগ বিধায়ক মেনে নিলেও, বৃহস্পতিবার তা মানেননি দলের বিধায়কদের এক বড় অংশ। বিধায়কদের অনুপস্থিতির বিষয়ে কড়া পদক্ষেপ করতে সোমবার বিধানসভায় বৈঠকে বসছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। বিধানসভার সূত্রে খবর, আপাতত সোমবার বৈঠক করবেন শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। অনুপস্থিত তৃণমূল বিধায়কদের ভাগ্য সেই বৈঠকে নির্ধারিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, তৃণমূল পরিষদীয় দলের তরফে বিধায়কদের জানানো হয়েছিল, শেষ দু’দিন, অর্থাৎ ১৯ এবং ২০ মার্চ সকলকে অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে হবে। সংসদ বা বিধানসভায় এই ধরনের হুইপ জারি করে নিজেদের বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয় এবং ‘তিন লাইনের হুইপ’-এ অনুপস্থিত থাকতে নিষেধ করা হয়। কোনও সাংসদ বা বিধায়ক নিজের অনুপস্থিতির সন্তোষজনক কারণ না দেখিয়ে এই হুইপ অমান্য করলে সেই সাংসদ বা বিধায়কের সদস্যপদ খারিজের সম্ভাবনাও থাকে। এ ক্ষেত্রে অধিবেশনের শেষ দু’দিনে অর্থ সংক্রান্ত বিল পাশ ও বিরোধী বিজেপি বিধায়কদের ‘অতি সক্রিয়তা’র আশঙ্কায় এই হুইপ জারি করা হলেও দলীয় বিধায়কদের একাংশের এতে কোনও হেলদোল ছিল না।

বিধানসভার সচিবালয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনের খবরে হুইপের প্রথম দিন ২১২ জন তৃণমূল বিধায়কের অধিকাংশই বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসেছিলেন।‌ কিন্তু বাজেট অধিবেশনের শেষ দিনে পঞ্চাশের বেশি বিধায়ক অনুপস্থিত থেকে দলীয় হুইপ অমান্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল বলেন, ‘‘আমার দফতর থেকে অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করা হয়েছে। এ নিয়ে সোমবার বৈঠকে বসবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। অনুপস্থিত বিধায়কদের নিয়ে কী সিদ্ধান্ত হল, তা সংশ্লিষ্ট বিধায়কদের কমিটির বৈঠকের পরেই জানিয়ে দেওয়া হবে।’’ দল যে বিধায়কদের হুইপ অমান্যের বিষয়টি ভাল চোখে দেখেনি, তা এ বার বুঝিয়ে দিতে চাইছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি।

Advertisement
আরও পড়ুন