Fake Income Tax Officers

আয়কর আধিকারিক সেজে লুটপাটে পাঁচ অভিযুক্তের শনাক্তকরণ

সিআইএসএফের কর্মীরা আয়কর আধিকারিক সেজে বিনীতা সিংহ নামে এক জনের ফ্ল্যাটে হানা দিয়ে নগদ তিন লক্ষ টাকা ও বেশ কিছু গয়না নিয়ে চলে যায় বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১০:১৯
মোট সাত জনকে গ্রেফতার করলেও শুক্রবার সিআইএসএফের পাঁচ জন কর্মীরই টিআই প্যারেড করানো হয়।

মোট সাত জনকে গ্রেফতার করলেও শুক্রবার সিআইএসএফের পাঁচ জন কর্মীরই টিআই প্যারেড করানো হয়। —প্রতীকী চিত্র।

চিনার পার্কে আয়কর বিভাগের আধিকারিক সেজে লুটপাটের ঘটনায় অভিযুক্ত পাঁচ জন সিআইএসএফ কর্মীর শনাক্তকরণ প্যারেড (টিআই প্যারেড) হল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। এই ঘটনায় বিধাননগর কমিশনারেটের পুলিশ মোট সাত জনকে গ্রেফতার করলেও শুক্রবার সিআইএসএফের পাঁচ জন কর্মীরই টিআই প্যারেড করানো হয়, যে হেতু ওই পাঁচ জনই ফ্ল্যাটে ঢুকেছিল।

গত ১৮ মার্চ চিনার পার্কে সিআইএসএফের ওই কর্মীরা আয়কর আধিকারিক সেজে বিনীতা সিংহ নামে এক জনের ফ্ল্যাটে হানা দিয়ে নগদ তিন লক্ষ টাকা ও বেশ কিছু গয়না নিয়ে চলে যায় বলে অভিযোগ। একটি সাদা কাগজে সই করে ওই তরুণীকে দিয়ে যায় অভিযুক্তেরা। পরে আয়কর দফতরে যোগাযোগ করে তরুণী বুঝতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন। তার পরেই তিনি বাগুইআটি থানার সঙ্গে যোগাযোগ করেন।

তদন্তকারীরা জানান, অমিতকুমার সিংহ নামে সিআইএসএফের এক ইনস্পেক্টর এই ঘটনায় প্রধান অভিযুক্ত। সে এক সময়ে কলকাতায় কর্মরত ছিল। অমিতকুমার ছাড়াও আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কাজ করে যাওয়া এক মহিলা সিআইএসএফ
কনস্টেবল-সহ চার জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি, গ্রেফতার করা হয় এক মধ্যস্থতাকারী, এক গাড়িচালক এবং বিনীতার সৎমা আরতি সিংহকে। আরতিই তার পরিচিত অমিতের সঙ্গে মিলে বিনীতার বাড়িতে লুটপাটের ছক কষে বলে অভিযোগ। লুটের টাকা ও গয়না দু’জন আধাআধি নেবে বলে ঠিক হয়।

পুলিশ জানায়, এ দিন বিনীতা, তাঁর এক বান্ধবী এবং ওই আবাসনের এক নিরাপত্তাকর্মীকে টিআই প্যারেডে পাঠানো হয় অভিযুক্তদের শনাক্ত করতে। তাঁরা অভিযুক্তদের শনাক্ত করেন বলে পুলিশ সূত্রের খবর। এর পরে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেবে বাগুইআটি থানার পুলিশ, এমনটাই খবর।

আরও পড়ুন