মাতৃসদনে আই সি ইউ চালুর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। —প্রতীকী চিত্র।
কোনও রোগীর অবস্থা সঙ্কটজনক হলে সেই সময়ে জরুরি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পর্যাপ্ত পরিকাঠামো নেই দক্ষিণ দমদম পুর এলাকায়। অথচ এর চাহিদা ক্রমশ বাড়ছিল। এ বার তাই মাতৃসদনে আই সি ইউ চালুর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সেই অনুসারে পরিকাঠামো এবং প্রয়োজনীয় সংখ্যায় চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে পরিকল্পনা করেছেন পুর কর্তৃপক্ষ। পাশাপাশি, নাগেরবাজার বা দক্ষিণদাঁড়িতে পুরসভার হাসপাতালে পর্যায়ক্রমে উন্নয়নের পরিকল্পনা রয়েছে বলে পুরসভা সূত্রের দাবি।
স্থানীয় সূত্রের খবর, ওই মাতৃসদনে রোগীর চাপ দিন দিন বাড়ছে। বর্তমানে পঞ্চাশেরও বেশি রোগী দৈনিক চিকিৎসা করাতে আসছেন। অস্ত্রোপচারও হয় সেখানে। ২০টি শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে আরও ৫টি শয্যা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে বলে পুরসভা সূত্রের খবর। যদিও রোগীদের একাংশ জানাচ্ছেন, রোগীর অবস্থার অবনতি হলে সমস্যা দেখা দেয়। অন্যত্র নিয়ে যেতে হয় রোগীকে। কারণ, মাতৃসদনে আই সি ইউ নেই। দক্ষিণদাঁড়ি এলাকার পুর হাসপাতালেও শুধু বহির্বিভাগ চলে। সেখানে অন্তর্বিভাগ এবং জরুরি বিভাগ চালু হলে বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের সুবিধা হবে। পুরসভার এক চেয়ারম্যান পারিষদ পার্থ বর্মা জানান, বাসিন্দাদের দাবি ন্যায্য। মাতৃসদনের আধুনিকীকরণের একটি পর্যায় হিসাবে আই সি ইউ তৈরির কথা ভাবা হয়েছে। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদ (স্বাস্থ্য) সঞ্জয় দাস জানান, পুরসভার বাজেটে এর জন্য বরাদ্দ করা হয়েছে। পুরসভার বাকি স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রগুলিতেও পর্যায়ক্রমে উন্নয়নের পরিকল্পনা রয়েছে।