চলতি সপ্তাহে কমবেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। —ফাইল চিত্র।
চৈত্রেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই নেই। পূর্বাভাস এলেও বৃষ্টি আসছে না প্রায় কোথাও। এই পরিস্থিতিতে নতুন সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসই দিয়ে রাখল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রাও।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ সব জেলাতেই। এর মধ্যে ঝড়বৃষ্টির জন্য আলাদা সতর্কতা জারি হয়েছে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। সোমবার কলকাতা-সহ প্রতি জেলাতেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বুধবার এবং বৃহস্পতিবারও একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার হেরফেরের তেমন সম্ভাবনা নেই। তবে তার পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। পরবর্তী তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি পারদ নামতে পারে বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলায়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। আলাদা করে উত্তরবঙ্গের আট জেলায় সতর্কতা জারি করা হয়েছে সোমবার এবং মঙ্গলবার। এই দু’দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সময় সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে আগামী কয়েক দিনে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি।