partha chatterjee

SSC Recruitment Case: এসএসসি ‘দুর্নীতি’ মামলায় পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি

পার্থ ও অর্পিতাকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইডির তরফে দাবি করা হয়েছে, পার্থ ও অর্পিতার যৌথ সম্পত্তি রয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১২:২২
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ০৯:১৬ key status

মমতা ঠিক বলেছেন: পার্থ

মমতার মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থর সংক্ষিপ্ত জবাব, ‘‘ঠিক বলেছেন।’’ সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি চাই, তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দাও। সত্যির বিচার হোক। এই ঘটনা কেউ করতে পারে বলে আমি নিজেও বিশ্বাস করি না। ঘটনা না রটনা— সেটার বিচার হবে। বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’

timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ০৮:৫২ key status

সিজিও কমপ্লেক্সে কড়া নিরাপত্তা

সিজিও কমপ্লেকে মঙ্গলবার পার্থ ও অর্পিতাকে জেরা করবে ইডি। নিরাপত্তার চাদরে ইডি দফতরকে মুড়ে ফেলা হয়েছে ।

Advertisement
timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ০৮:০৪ key status

১০ দিনের ইডি হেফাজতে পার্থ-অর্পিতা

‘দুর্নীতি’ মামলায় পার্থ ও অর্পিতাকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। 

timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ০৮:০৩ key status

পার্থকে নিয়ে কলকাতায় ফিরল ইডি

মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিট নাগাদ ভুবনেশ্বর থেকে কলকাতায় নামে পার্থর উড়ান। বিমানবন্দর থেকে পার্থকে নিয়ে যাওয়া হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখানে জেরা করবেন তদন্তকারীর।

Advertisement
timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ০৭:৪৭ key status

পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

সূত্রের খবর, মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন