Sougata Roy

অর্পিতার ফ্ল্যাটে কেন যেতেন সৌগত? ‘বউ পালানো’ মন্তব্যের জবাবে অন্য ইঙ্গিত সৌমিত্রের

সৌগতের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংসদে তার উত্তর দিতে না পারলেও সৌমিত্র পরে আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘আগামিকাল লোকসভাতেই এর জবাব দেব।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫০
সৌগত রায় এবং সৌমিত্র খাঁ। নিজস্ব ছবি।

সৌগত রায় এবং সৌমিত্র খাঁ। নিজস্ব ছবি।

সংসদে তৃণমূল সাংসদ সৌগত রায়ের ‘বৌ পালিয়ে গিয়েছে’ মন্তব্যের জবাব দিলেন সৌমিত্র খাঁ। কটাক্ষ করে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্রের পাল্টা প্রশ্ন, ‘নিয়োগ-দুর্নীতি’ মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে কী কারণে যেতেন সৌগত? শুধু তা-ই নয়, শুক্রবার লোকসভাতেও তৃণমূল সাংসদকে যথাযথ জবাব দেবেন বলেও জানালেন সৌমিত্র। এর পর সৌগতের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার লোকসভার অধিবেশনের সময় সৌমিত্রকে ‘বেনজির’ আক্রমণ করেন সৌগত। কেন্দ্রীয় বাজেট নিয়ে সৌগতের ভাষণের সময় সৌমিত্রকে নানাবিধ টিপ্পনি কাটতে দেখা যায়। এ ভাবে বেশ কিছু ক্ষণ চলতে থাকায় বিরক্ত হয়ে সৌগত বিজেপি সাংসদের উদ্দেশে বলেন, ‘‘তোমার মাথার ঠিক নেই। বউ পালিয়ে যাওয়ায় তুমি পাগল হয়ে গিয়েছ।’’ স্পিকার ওম বিড়লার উদ্দেশেও তিনি বলেন, “ওঁর (সৌমিত্র) মাথার তার কেটে গিয়েছে।” সৌগতের এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংসদের ভিতরে এই ভাবে ‘ব্যক্তি আক্রমণ’ অনুচিত জানিয়ে সৌগতকে সতর্কও করেন স্পিকার। ওই সময় সৌগতের মন্তব্যের জবাব দিতে না পারলেও সৌমিত্র পরে আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘আগামিকাল লোকসভাতেই এর জবাব দেব।’’

Advertisement

পাশাপাশিই, নিয়োগ-মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতার সঙ্গে সৌগতের ‘সম্পর্ক’ নিয়েও প্রশ্ন তুলেছেন সৌমিত্র। বলেছেন, ‘‘সৌগত’দা অর্পিতার ফ্ল্যাটে কী করতে যেতেন? চা খেতে?’’ বিজেপি সাংসদের সংযোজন, ‘‘নারদকাণ্ডেও সৌগত’দাকে টাকা নিতে দেখা গিয়েছে। ওঁর ধুতি-পাঞ্জাবি সাদা হলেও উনি আসলে নোংরা মানসিকতার মানুষ।’’

গত বছরই নিয়োগ-মামলার তদন্তে নেমে অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেফতার হন অর্পিতা। তা নিয়ে তরজার আবহেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন, সৌগতও অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ‌যেতেন। সেই সময় সৌগত জানিয়েছিলেন, তিনি অর্পিতাকে চেনেন না। বেলঘরিয়ার আবাসনে অর্পিতার যে কোনও ফ্ল্যাট আছে, তা-ও তিনি জানেন না। চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সাংসদ বলেছিলেন, ‘‘দিলীপ ঘোষ আমার বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা অসত্য। উনি যদি প্রমাণ করতে পারেন যে, আমি অর্পিতার ফ্ল্যাটে যেতাম বা কখনও গিয়েছি, তা হলে আমি সাংসদ পদ ছেড়ে দেব।’’

আরও পড়ুন
Advertisement