ট্যাবের টাকা ‘বেহাত’ হয়ে যাওয়ার প্রতিবাদে রাস্তায় নামছে এসএফআই। —ফাইল চিত্র।
পড়ুয়াদের জন্য নির্ধারিত ট্যাবের টাকা ‘বেহাত’ হয়ে যাওয়ার প্রতিবাদে রাস্তায় নামছে এসএফআই। ট্যাব কেলেঙ্কারির বিরুদ্ধে এবং সরকারের জবাবদিহি চেয়ে আজ, বুধবার রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন। সেই মতো কলকাতা, লাগোয়া এলাকা-সহ নানা জেলায় সংগঠনের তরফে প্রতিবাদ মিছিল ও অবস্থান-বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে।
সার্বিক ভাবে শিক্ষাকে ‘দুর্নীতিমুক্ত’ করার দাবিতে জেলাশাসকের দফতরের সামনেও অবস্থান-বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে কোনও কোনও জেলায়। ‘ট্যাব-এর টাকা কোথায়’, এই স্লোগান সামনে রেখে আজ রাস্তায় নামার কর্মসূচি নিয়েছে এসএফআই। সংগঠনের রাজ্য নেতৃত্বের দাবি, দায় নিতে হবে সরকারকে এবং শিক্ষামন্ত্রীকে। সেই সঙ্গেই তাঁদের বক্তব্য, এত বিপুল তথ্যভান্ডার! চুরি হয় কী করে? যদি না সরকারি স্তর থেকে নিরাপত্তার তথ্য পাচার হয়!