BJP Protest on 21 July

২১ জুলাই বিজেপির বিডিও ঘেরাও অভিযান, শুক্রবার সব ব্লক অফিসে ১৪৪ ধারা জারি করল প্রশাসন

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রাজ্যের সমস্ত ব্লক অফিসে ১৪৪ ধারা জারি থাকবে। বৃহস্পতিবার এই মর্মে বিডিওদের নির্দেশিকা জারি করেছেন জেলাশাসক এবং মহকুমাশাসকরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ২৩:০৯
Photo of BJP rally

বুধবার কলকাতায় বিজেপির মিছিলে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী (বাঁ দিক থেকে)। —ফাইল চিত্র।

বিজেপির বিডিও ঘেরাও কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর জেলা প্রশাসন। ২১ জুলাই রাজ্যের সমস্ত ব্লক অফিসে ১৪৪ ধারা জারি করা হল। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। বৃহস্পতিবার এই মর্মে বিডিওদের নির্দেশিকা জারি করেছেন জেলাশাসক এবং মহকুমাশাসকরা।

Advertisement

শুক্রবারই রয়েছে কলকাতার ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। ওই দিনই বিডিও ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ‘সন্ত্রাস এবং ভোট লুটের’ প্রতিবাদে বুধবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচি করেছিল বিজেপি। ওই কর্মসূচি থেকেই বিডিও ঘেরাওয়ের কথা ঘোষণা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোটের গণনায় বিডিও-দের ভূমিকা নিয়ে নানা অভিযোগ উঠেছে। তার ভিত্তিতেই শুক্রবার বিডিও ঘেরাওয়ের ডাক দিয়েছে পদ্মশিবির। বুধবার সুকান্ত বলেছিলেন, ‘‘ভোট লুটে বিডিও-রা যুক্ত ছিলেন। বিডিও-রা রাজ্য সরকারের ক্যাডার...তাই ২১ জুলাই আমরা ব্লকে ব্লকে বিডিও-দের ঘেরাও করব।’’

বিজেপির এই কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতেই বিডিও অফিসে ১৪৪ ধারা জারি করার কথা জানিয়েছে প্রশাসন। বিডিও অফিসের ১০০ মিটারের মধ্যে কোনও জমায়েত, স্লোগান, বিক্ষোভ দেখানো যাবে না। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘একটা অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার। আতঙ্ক আর হতাশা থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ১৪৪ ধারা জারি করে আর পঞ্চায়েতে বিডিও, পুলিশকে দিয়ে ভোট লুট করে, গণনাকেন্দ্রে কারচুপি করে তৃণমূল দীর্ঘ দিন সরকার বাঁচিয়ে রাখতে পারবে না।’’

আরও পড়ুন
Advertisement