TMC

Nadia Firing: কলকাতায় বেসরকারি হাসপাতালে মাথায় অস্ত্রোপচার সহদেবের, অবস্থা এখনও সঙ্কটজনক

সহদেবকে প্রথমে নীলরতন হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা হলেও পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখনেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ০৯:৪২
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সহদেবকে।

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সহদেবকে। নিজস্ব চিত্র

কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি নদিয়ায় দুষ্কৃতী হামলায় আহত তৃণমূল নেতা সহদেব মণ্ডল। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সংজ্ঞাহীন অবস্থায় আছেন তিনি। বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ তাঁর মাথায় অস্ত্রোপচার হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

সহদেবের আত্মীয়রা জানিয়েছেন, কলকাতায় আনার পথে দু’বার রক্তবমিও করেন তিনি। সারা দিনের কাজ সেরে বাড়ি ফিরছিলেন পেশায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহদেব। রাত ৮টা নাগাদ মুড়াগাছা বাজারে আচমকাই পিছন থেকে এসে গুলি করে হামলা চালিয়ে পালায় দুষ্কৃতীরা। এর পর সঙ্গে সঙ্গে স্থানীয়রা সহদেবকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পরেও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।

সহদেবকে প্রথমে নীলরতন হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা হলেও পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখনেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Advertisement

সহদেবের উপর হামলার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠলেও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকায় কোনও গোষ্ঠী কোন্দল নেই। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই আক্রমণের জন্য দায়ী। বিজেপি-র পক্ষ থেকে শাসকদলের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন
Advertisement