—ফাইল চিত্র।
শনিবারও কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতার। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বইবে। তার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। শনিবার সন্ধ্যায় কলকাতায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। তার পর বিরাট কোহলির বেঙ্গালুরু দলের (আরসিবি) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচে ‘কাঁটা’ হতে পারে বৃষ্টি।
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের বেগ বেশি থাকতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার বেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। দক্ষিণের সর্বত্র বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
উত্তরবঙ্গেও বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলবে দার্জিলিং থেকে শুরু করে মালদহ পর্যন্ত, উত্তরের আটটি জেলাতেই। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, মালদহ এবং কালিম্পঙে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপকূলে। সেই সঙ্গে রয়েছে অক্ষরেখার প্রভাব। তার ফলেই রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে বলে জানাচ্ছেন আবহবিদেরা।
বৃষ্টি শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। শুক্রবার দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হয়েছে। তবে মেদিনীপুর, শ্রীনিকেতন, কলাইকুন্ডা, বর্ধমান, পানাগড়, আসানসোল এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ ছিল ১০ মিলিমিটারেরও বেশি। আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি কমতে পারে।