অনশনে বিশ্বভারতীর ছয় ছাত্রী। — ফাইল চিত্র।
বিভাগীয় অধ্যাপকের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলে অনশনে বসলেন বিশ্বভারতীর ছয় জন ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের নৃতত্ব বিভাগের ছাত্রী তাঁরা। সোমবার তাঁরা বিশ্বভারতীর উপাসনা গৃহ থেকে কিছুটা দূরে ক্লাব মোড়ে অবস্থান-বিক্ষোভে বসেছেন। তাঁদের অভিযোগ, তাঁদের বিভাগের এক অধ্যাপক ছাত্রীদের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মানসিক নির্যাতন করছেন। যদিও এ নিয়ে মুখ খোলেননি বিশ্বভারতী কর্তৃপক্ষ।
অনশনকারী এক ছাত্রী বলেন, ‘‘অনেক দিন ধরে মানসিক নির্যাতন সহ্য করতে হচ্ছে আমাদের। আমরা কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিলাম। তার প্রেক্ষিতে তিন জনকে ডাকা হলেও কোনও ফল হয়নি। এখন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আমরা এর বিচার চাই। অনেকেই ভয়ে প্রকাশ্যে আসতে পারেন না। তাঁদের হয়ে আমরা কর্মসূচি শুরু করেছি। আগামী দিনে হয়তো আমাদের আইনি সাহায্য নিতে হতে পারে।’’
বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা মুখে ওড়না ঢাকা দিয়ে কর্মসূচি শুরু করেছেন। তাঁরা নাম প্রকাশেও অনিচ্ছুক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি। তবে পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে এই ঘটনার নিন্দা করেছেন আশ্রমিকেরা।