ফাইল চিত্র ।
বগটুই-কাণ্ডের জেরে বনিরুল শেখের বাড়িতে পৌঁছলেন সিবিআই আধিকারিকেরা।
বগটুই-কাণ্ডের তদন্তে জেরায় উঠে আসা বক্তব্যের বিশ্লেষণে মনোবিদদের সাহায্য নিচ্ছে সিবিআই।
ভাদু খুনে অভিযুক্ত পলাশ শেখের বাড়ির সামনে বোমা মজুত আছে সন্দেহে ডাকা হয়েছে বম্ব স্কোয়ার্ডকে।
শনিবারও বগটুইয়ে পৌঁছলেন সিবিআই আধিকারিকেরা। শেখলাল এবং মিহিলাল শেখের বাড়িতে সিবিআই আধিকারিকেরা পৌঁছেছেন। তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন। পাশাপাশি আধিকারিকেরা গ্রামের মানুষদের জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে।
ভাদু খুনে অভিযুক্ত পলাশ শেখের বাড়ির সামনে বোমা মজুত করা আছে বলে পুলিশ এর অনুমান। পুলিশ সূত্রে খবর, জায়গাটি ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছ। পুলিশের তরফে বোম স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালাচ্ছে।
গ্রামবাসীদের সঙ্গেও কথা বলে সিবিআই আধিকারিকেরা সোনা শেখের বাড়িতে যান। ওই বাড়ি থেকেই ২২ মার্চ ভোরে সাতটি দগ্ধ দেহ উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রামের বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে তল্লাশি।
২১ মার্চ অর্থাৎ ঘটনার দিন রাতে ঠিক কী ঘটেছিল, তার খোঁজেই শুক্রবার আবার বগটুই আসে সিবিআই। ওই দিনের ঘটনার পর দমকল ও পুলিশকর্মীরা এসে কী দেখেছিলেন এবং তাঁরা কী কী পদক্ষেপ করেন, তারই পুনর্নিমাণ করতে চাইছেন তদন্তকারীরা।
শুক্রবার রাতে ফের বীরভূমের বগটুই গ্রামে হানা দেয় সিবিআই। রাত সাড়ে ৯টা নাগাদ সিবিআই-এর ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে তদন্তকারীরা বগটুইয়ে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।