Kajal Sheikh

পুজোর আগেই ফিরবেন অনুব্রত, দাবি কাজলের

দু’বছর আগে রাখিবন্ধনের দিনে গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। এ দিন সেই প্রসঙ্গ তোলেন কাজল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৪ ১০:৩৪
শান্তিনিকেতনে আদিত্যপুরে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাখীবন্ধন উৎসবে জেলা সভাধিপতি কাজল শেখ।সোমবার।

শান্তিনিকেতনে আদিত্যপুরে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাখীবন্ধন উৎসবে জেলা সভাধিপতি কাজল শেখ।সোমবার। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

আসন্ন দুর্গাপুজোর আগেই তিহার জেল থেকে ফিরে আসবেন অনুব্রত মণ্ডল। এমনই আশা পোষণ করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সোমবার কীর্ণাহারে রাখিবন্ধন উৎসবে এ কথা বলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। পরে বোলপুরের কঙ্কালীতলার রাখিবন্ধনেও একই কথা বলেন কাজল।

Advertisement

প্রসঙ্গত, অনুব্রতের সঙ্গে কাজলের ‘গোষ্ঠীবিবাদ’ দলে বহুল চর্চিত বিষয় ছিল। অনুব্রতর ‘দাপটে’ দলে কাজলকে কার্যত ‘কোণঠাসা’ হয়ে পড়েছিলেন। অনুব্রত জেলে যাওয়ার পরে জেলা রাজনীতিতে কাজলের প্রভাব ‘বাড়ে’।

জেলা কোর কমিটির সদস্য হওয়ার পাশাপাশি নির্বাচনে জিতে জেলা সভাধিপতিও হয়েছেন।

দু’বছর আগে রাখিবন্ধনের দিনে গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। এ দিন সেই প্রসঙ্গ তোলেন কাজল। তিনি বলেন, ‘‘তিনি আমাদের অভিভাবক। আজকের দিনে তাঁর অভাব খুব অনুভব করছি। মিথ্যা মামলায় তাঁকে জেলে আটকে রাখা হয়েছে। সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন। দুর্গাপুজোর আগেই ইডি মামলায়ও জামিন পেয়ে ফিরে এসে আমাদের নেতৃত্ব দেবেন।’’

যদিও কাজলের এই আশাকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি (বোলপুর) সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, ‘‘আদালত, ইডি বা তিহার জেল কোনওটাই রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন নয়। তাই ওঁরা কবে জামিন পাবেন, তা আগে থেকে বলা যায় না। জানি না উনি এখন জ্যোতিষীগিরি করছেন কি না।’’

Advertisement
আরও পড়ুন