Viral

Viral: গানের সুরে বেচছেন ‘কাঁচা বাদাম’, দুরবাজপুরের ভুবনে মেতে ইউটিউব

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবনের গান সাড়া জাগালেও তাঁর সংসারে হতদরিদ্র অবস্থা ঘোচেচি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
দুবরাজপুর শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ০৪:০৫
ভুবন বাদ্যকর।

ভুবন বাদ্যকর। নিজস্ব চিত্র।

বাদাম বেচতে বেচতে বেশ ভেবেচিন্তে গান বেঁধেছিলেন। সে গানের কথায় নিজেই মিশিয়েছেন সুর। সে সুরেই যে ভুবন মাতোয়ারা হবে, তা ভাবেননি দুরবাজপুরের বাদামবিক্রেতা ভুবন বাদ্যকর। দুরবাজপুরের কুড়ালজুড়ি গ্রাম ছাড়িয়ে আজকাল ভুবনের গানে মেতে নেটমাধ্যম। ইউটিউব থেকে রিল, ফেসবুক থেকে ইউটিউব— সবেতেই নজর কাড়ছে ভুবনের ‘কাঁচা বাদাম’ গানটি।

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবনের গান সাড়া জাগালেও তাঁর সংসারে হতদরিদ্র অবস্থা ঘোচেনি। ভুবন বলেন, ‘‘আগে সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতাম। আজকাল মোটরবাইকে চড়ে বিক্রিবাটা চলে। ১৫ হাজার টাকা জোগাড় করে পুরনো একটা বাইক কিনেছি।’’

Advertisement

পুরনো বাইকের পিছনে বাদামের বস্তা চাপিয়ে গান গাইতে গাইতে বাদাম বেচছেন ভুবন— কুড়ালজুড়ি গ্রামে এ অতি পরিচিত ছবি। তবে ইউটিউব খুললেই তাঁর গান ভেসে উঠছে, এটি গ্রামের বাসিন্দাদের কাছে নতুন বিষয়। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম... ’, ভুবনের এই গান রিমিক্সও করেছেন বহু শিল্পী। ভুবন বলেন, ‘‘চিন্তা-ভাবনা করতে করতে গানটা লিখে ফেলেছি। তাতে আমি সুর বসাই। গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করি। বাংলার বাইরেও ঝাড়খণ্ডে বাদাম বিক্রি করেছি। আগে সাইকেল করে বাদাম বেচতাম। আজকাল একটা পুরনো মোটরবাইকে চড়ে বিক্রিবাটা করি।’’

ভুবনের গানে মুগ্ধ স্থানীয় বাসিন্দা ওয়াহিদ রেজা খানও। তিনি বলেন, ‘‘আমরা জানতাম না যে আমাদের ছোট্ট গ্রামে এত প্রতিভা লুকিয়ে রয়েছে। শুধু আমাদের গ্রামেই নয়, গোটা বিশ্বে এই গান ছড়িয়ে গিয়েছে। ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি নিয়ে বাংলাদেশের শিল্পীরাও রিমিক্স করেছেন। ভুবন গান লেখেন। তাতে নিজেই সুর দেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement